Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বঙ্গবন্ধু বিপিএলে থাকতে চায় কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির (বিপিএল) সপ্তম আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় আসরটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিসিবি’র এমন আকস্মিক সিদ্ধান্তের পরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন আসরটির সবেচেয় পুরনো ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর নামে বিপিএল আয়োজনের অংশ হওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অফিসিয়াল ফেসবুক পেজে ‘চেয়ারপারসন নাফিসা কামালের বার্তা’ ক্যাপশনে একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে নাফিসা কামালকে বলতে শোনা যায়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএল তার নামে আয়োজিত হতে যাচ্ছে। এজন্য আমি বোর্ড প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, দেশ মানেই বঙ্গবন্ধু, পতাকা মানেই বঙ্গবন্ধু। তার নামে এবার বিপিএল হচ্ছে। আমরাও চাই আমাদের টিম নিয়ে যেন পতাকাটা ওড়াতে পারি। আমি চাই ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটা আরও সুন্দরভাবে আয়োজন করুক। আমরা অবশ্যই পরিপূর্ণ সহোযোগিতার প্রস্তাব দেবো ক্রিকেট বোর্ডকে।’

বিসিবি’র সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আবেগতাড়িত কণ্ঠে নাফিসা বলেন, ‘অনেক বছর ধরে বিপিএল করে আসছি, মালিকদের মধ্যে আমি সবচেয়ে পুরোনো। অনেক বাধা অতিক্রম করে বিপিএলটা আমাকে করতে হয়েছে। যখন জানতে পারলাম, আমাদের টিম এ বছর মাঠে যাবে কিন্তু এটা আমাদের হাতে হবে না বা আমি এটার সাথে জড়িত থাকব না কিংবা এতগুলো মানুষ যারা আমাকে এতদিন সার্পোট দিয়ে আসছে তারা কেউ মাঠে নামবে না, এটা শোনার পর আমার জন্য বিষয়টি মেনে নেওয়া কষ্টকর ছিল।’

কথা বলার সময় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা যায় নাফিসা কামালকে। বিপিএল তার আবেগের জায়গা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল। সেখানে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল সেগুলোকে সমন্বয় করে করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাছে একটা ড্রাফট পাঠানো হবে। যদি সেখানে আমরা রাজি থাকি তাহলে সাইন করে পরবর্তী চার বছরের জন্য থাকব। রাজি না হলে পরে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে। কিন্তু একটি সংবাদ সম্মেলন আমাদের সেই আশাকে ধুলিস্যাত করে দিয়েছে।’

বিপিএলের সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা। দুটি ভিন্ন নামে দলটির শোকেসে আছে দুটি চ্যাম্পিয়ন শিরোপা। বিপিএলর প্রতি দায়বদ্ধতা এবং আরেকটি শিরোপার জন্য এরই মধ্যে দল গোছাতে শুরু করেছেন জানিয়ে নাফিসা বলেন, ‘আমরা জানি যে আমরা বিপিএলে অংশ নিব, কারণ বিপিএল ছাড়া থাকা সম্ভব নয়। কিন্তু দাবিগুল যদি মানা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আমার স্টাফরা অলরেডি ইন ফিল্ড, কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের একজন প্লেয়ার আছে যে ঘরোয়া ছেড়ে আমাদের সঙ্গে সাইন করেছে, আরেকজন প্লেয়ার আছে যে বিগ ব্যাশ বাদ দিয়ে আমাদের সাথে চুক্তি করেছে। মুশফিকের সঙ্গে আমরা বিশ্বকাপের মাঝেই চুক্তি করেছি। মিডিয়া রিলিজ দিয়েছি আমরা, তখন কোনো হইচই হয়নি। আমাদের স্পন্সরস চলে এসেছে, আমাদের মিডিয়া কাজ করছেন, আমাদের লজেস্টিক হোটেলের সঙ্গে কথা শুরু করে দিয়েছে। আগামী মাসে ড্রাফট, এখন থেকে কাজ শুরু না করলে কখন? ১৫ সেপ্টেম্বরের অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় অফিসে যদি কেউ একজন পাঁচ ছয় বছর কাজ করে, তাঁকে যদি বাদ দেয়া হয় কিংবা চাকরীচ্যুত করা হয়, সে নোটিশ পাবে। এটা তাঁর অধিকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ