মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্যাংককের এক দমকল অফিসে কাজ করেন পিনিও পুকপিনিও৷ গত ১৬ বছরে বিভিন্ন বাসাবাড়ি থেকে তিনি প্রায় দশ হাজার সাপ ধরেছেন। তিনি যে দমকল অফিসে কাজ করেন সেখানে সাপ থেকে বাঁচতে সহায়তা চেয়ে বছরে প্রায় তিন হাজার টেলিফোন কল আসে বলে জানান পাকপিনিয়ো৷ খবর রয়টার্স।
বছরে সর্বোচ্চ আটশোর মতো সাপ ধরেন পুকপিনিও৷ এর মধ্যে ৭০ ভাগ বিষধর নয়, যেমন, অজগর সাপ৷ বাকিগুলো কোবরাসহ অন্যান্য বিষধর সাপ৷ বিষধর সাপ ধরার পর সেগুলো বিভিন্ন ইন্সটিটিউটে পাঠিয়ে দেয়া হয়৷ সেখানে বিশেষজ্ঞরা সাপ থেকে বিষ বের করে প্রতিষেধক তৈরি করেন৷
দমকল অফিসে যখন কিছুটা অবসর পান তখন পুকপিনিও খাঁচায় থাকা সাপদের দেখাশোনা করেন৷ তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন৷ এছাড়া সাপ কীভাবে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি৷ নিজের কাজে গর্বিত পুকপিনিও৷ তিনি বলেন, ‘কাজের কারণে আমার নিজেকে সুপারহিরো মনে হয়৷ বিপদে পড়া মানুষকে আমি সহায়তা করি৷ এই কাজ করে আমি খুব খুশি৷
ব্যাংককের দুর্যোগ প্রতিরোধ বিভাগ জানিয়েছে, ২০১৮ সালে ব্যাংককের বাসাবাড়িতে প্রায় ৩৮ হাজারটি সাপ ঢোকার ঘটনা ঘটেছে৷ বর্ষা মৌসুমে খাবারের সন্ধানে বাড়ির বাগান কিংবা টয়লেটে সাপ ঢুকে পড়ে৷ বাসায় সাপের দেখা পেলে অনেকেই দমকল অফিসে ফোন করেন৷ ফলে হিসেব করে দেখা গেছে, আগুন নেভানোর চেয়ে সাপ ধরার কাজেই ব্যস্ত থাকেন ব্যাংককের দমকল কর্মীরা৷ ব্যাংককের দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক মাস ধরে বাসাবাড়িতে দিনে একশোর বেশি সাপ ঢুকে পড়ার খবর পাচ্ছেন তারা৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।