Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড ঘুরে আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বলিউডের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে ফের অকালে জীবন গেল এক তরুণীর। বহুতল ভবনের ছাদ থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করলেন বলিউডের এক উঠতি অভিনেত্রী। একটানা সাত বছর ধরে বলিউডে চেষ্টা করার পরও ছবিতে কাজ না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন পার্ল পাঞ্জাবি (২৩) নামে ওই অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ওশিওয়ারায় তার ফ্ল্যাটে মায়ের সঙ্গে ঝগড়ার পরই আত্মহত্যা করেন পার্ল। এর আগেও দু’দফা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বহুতল ভবনের নিরাপত্তারক্ষী প্রথম আত্মহত্যার ঘটনাটি টের পান। বিপিন ঠাকুর নামে ওই রক্ষী পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। পার্লের চারতলার ফ্ল্যাট থেকে চিৎকারের আওয়াজ বাইরে আসছিল। এর কিছুক্ষণ পরই পার্লের দেহ নিচে পড়ার শব্দ পেয়ে তিনি ছুটে যান।

পার্লের বন্ধুদের দাবি, সিনেমায় নায়িকা হওয়ার ইচ্ছায় হাতেখড়ি হিসেবে ছোট থেকেই মডেলিং করতেন পার্ল। গত সাত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত দেখা করতে যেতেন ওই তরুণী। অডিশনও দিতেন প্রচুর। কিন্তু কোথাও ভাল কাজের সুযোগ পাচ্ছিলেন না।

নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বহু ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেছেন। কুপ্রস্তাবও দিতেন। পার্ল কাজ পেতে এতটাই মরিয়া ছিলেন যে শেষের দিকে তিনি বিপদ বুঝেও নানা পরিচালকের ডাকে রাতের শুটিং ফ্লোরে হাজিরও হয়ে যেতেন। তবে স¤প্রতি এসব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন পার্ল। বন্ধুদের দাবি, এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আরও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন পার্ল।

মুম্বই পুলিশের এক কর্মকর্তার জানান, পার্লের মতোই বহু উঠতি অভিনেতা-অভিনেত্রী হিন্দি সিনেমায় সুযোগ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিনই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা বলিউডে কাজ করার স্বপ্ন নিয়ে মুম্বই আসছেন। কিন্তু বেশিরভাগেরই ভাগ্যে শিকে ছেঁড়ে না। অনেকেই প্রচুর পরিশ্রম করেন। তারপর অবসাদে ভুগতে শুরু করেন। তার জেরে আত্মহত্যার ঘটনাও মুম্বইয়ে ঘটছে। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ