Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন কিশোর আটক

পুলিশের ওপর হামলা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় গতকাল দুপুরে পুলিশের ওপর অস্ত্রসহ হামলার ঘটনায় পুলিশের সহকারি পরিদর্শক মাইনুল ইসলাম আহত হয়েছে। হামলায় জড়িত তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি পাওয়া যায়।

আটককৃত যুবকরা হলো, মহানগরীর কয়েরদাঁড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আমির হোসেন (২০), মহানগরীর সপুরা পবাপাড়া এলাকার রণজিৎ হালদারের ছেলে অভিজিৎ হালদার রিংকু (২৪), সাহেববাজার মাস্টারপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (১৮)।
এর মধ্যে রিংকু রাজশাহী কলেজের বিবিএস (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী। মোবারক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের দশম শ্রেণির ছাত্র ও আমির নওহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বোয়ালিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নগরীর কাদিরগঞ্জ এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন এএসআই মাইনুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে তিন শিক্ষার্থী রিকশায় চড়ে সাহেববাজার এলাকার দিকে যাচ্ছিল। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের রিকশা থামিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় একজন ছুরি বের করে এএসআই মাইনুলের হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের কন্সটেবল ধরে ফেলে। পুনরায় দেহ তল্লাশি করে তাদের কাছে আরও একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। ওসি জানান, আটককৃত শিক্ষার্থীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা ছিনতাইকারী দলের সদস্য কী না তা জানার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ