গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্বঘোষিত র্যালির অনুমতি পেয়েছে দলটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে র্যালির মৌখিক অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির অনুমতি চাইতে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে অনুমতি পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেন।
পরে রুহুল কবির রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালির অনুমতি চাওয়া হয়েছিল। দুপুরে একটি প্রতিনিধি দল মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন র্যালি বের করার মৌখিক অনুমতি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।