Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে বিদেশী পিস্তলসহ এক যুবক র‌্যাবের হাতে আটক

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৯:১৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশী পিস্তলসহ এক যুবকে আটক করেছে র‌্যাব-১০ সদস্যরা। আটককৃত যুবকের নাম মোঃ আল-আমিন(২৭)। আজ বুধবার(২৮আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিম নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ইকুরিয়া মুসলিম নগর এলাকায় আটক আল-আমিনদের বাড়িতে অভিযান চালায়। তাদের দুইতলা বিশিষ্ট একটি পাকা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে আল-আমিনকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক তার কক্ষ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি খালি ম্যাগাজিন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আল-আমিনের বাবার নাম মৃত ইয়াজুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ