Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলি-রাহানের ফিফটিতে বড় লিডের পথে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১১:৪৫ এএম
বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে ভারত। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতোমধ্যে ২৬০ রানের লিড পেয়েছে সফরকারীরা। এর আগে ভারত প্রথম ইনিংসে ২৯৭ রান করলে ক্যারিবীয়রা ২২২ রানে গুটিয়ে যায়।


অ্যান্টিগায় শনিবার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ভারতের টপঅর্ডাররা শুরু ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। লোকেশ রাহুল ৩৮, মায়াঙ্ক আগারওয়াল ১৬ ও চেতেশ্বর পুজারা ২৫ রানে আউট হন।

তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক কোহলি ও প্রথম ইনিংসে দারুণ খেলা রাহানে। শেষ পর্যন্ত এই জুটি ১০৪ রানের পার্টনারশিপ গড়ে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। কোহলি ১১১ বলে দুটি চারে ৫১ ও রাহানে ১৪০ বলে ৩টি চারে ৫৩ করে অপরাজিত থাকেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে রোস্টন চেজ দুটি ও কেমার রোচ একটি উইকেট পান।

এর আগে দিনের শুরুতে ১৮৯ রানে ৮ উইকেট হারানে স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৩ রান যোগ করতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ