Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকার জন্য মাকে হত্যা

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দিনাজপুরে গরু বিক্রি করে টাকা নেয়ার জন্য আপন মাকে ৪ দিন ঘরে আটকিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মপুর ইউপি’র ধর্মজইন ভুটিয়াবন গ্রামে।
গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত মহিলা ওই এলাকার মৃত জহুর আলীর স্ত্রী ফুলমতি (৬০)। এলাকাবাসী জানায়, আনজু ওরফে ফুলু মিয়াসহ তার স্ত্রী মাহফুজা (৩৫), ছেলে মফিজুল (২২) এবং মেয়ে আছমা (১৮) ফুলমতি বেওয়াকে গত ১৯ আগষ্ট থেকে গরু বিক্রির অর্থের জন্য ঘরে আটকিয়ে রেখে নির্যাতন করে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ফলমতি বিষপান করেছে বলে বাড়ীর লোকজন অপপ্রচার চালতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকার লোকজন বাড়ীতে ঢুকতে চাইলে কাউকে ঢুকতে দেয়া হয়নি এবং হাসপাতালে নিয়ে যেতে দেয়া হয়নি। এক পর্যায় ফুলমতি দুপুর পৌনে ১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ