শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
তুমিও একদিন
রিয়েল আবদুল্লাহ
তুমিও বদলে যাবে একদিন
এই আদুরে সংসারে আর অমায়িক রবে না
বিচ্ছিন্ন পাতার সংসার- ঘুমহীন রাত্রির চৈতন্যে
টোকা দিয়ে মেপে যাবে হৃদয়ের গভীরতা।
আমিও নিখুঁত অভিনয় যাই-ই করি
মেনে নিতে হবে তোমার ভালোবাসা সবিশেষ
আগুনে পোড়ালে সোনা যেমন রং ফিরে পায়
তার চাইতে বেশি খাঁটি
আসলে ভালোবাসার আর্দ্রতায় আমি এতটাই ভিজেছি
এখন আর বুঝি না কোনটা জল আর আর কোনটা নোনাজল।
সম্ভবত নোনাজলের স্বাদটাই অমৃতসমান।
এসো মানুষ হই
সফিউল্লাহ আনসারী
শব্দের মিছিলেই বিচ্ছুরিত হোক আলোর ধারা
উচ্চারণের ভাষাই হোক মূল যুদ্ধ
সততায় হোক নির্মাণ; সুখের প্লাবনে ভাসুক সময়
ছন্দ-সুর আর সত্যে জীবন হোক শুদ্ধ।
চিন্তার অনবদ্য সুন্দরে রঙিন হোক প্রতিশ্রুতির কথামালা
কল্যাণ কামনায় ভোর হোক দিন
হিংসের মৃত্যু হোক আতুরঘরে; মননের জয়
আসুক প্রতিটা কাজে
কর্মেই হোক মুক্তির মায়া; আর না বাড়–ক ঋণ!
এসো মানুষ; মানুষ হই
আর মানুষেরই কথা কই।
ঘুমহীন সারারাত
শাহরিয়ার সোহেল
সারাটা রাত যন্ত্রণা
বিছানায় একবার এপাশ আরেকবার ওপাশ
দু’চোখের পাতা বন্ধ
ঘুম আসে না
মনে মনে কতো কথা যে বলি
আমি আমার সাথে কথা বলি অনর্গল
যদি তা না পারতাম
এতদিনে হয়ে যেতাম বদ্ধ উন্মাদ
ছটফটে যন্ত্রণা আর অতৃপ্তির তৃষ্ণা
আমাকে জাগিয়ে রাখে নিরবধিকাল
খেতে বসে জিহ্বা কেটে যায় দাঁতে
রক্তক্ষরণ হৃদয়ে বাড়ায় ঝড়
বিষম লাগে- মরার দশা
মুরব্বীরা বলতেন ‘কেউ ভাবছে তোমায়’
তাই এতো গ-গোল
বিষম লাগা- জিহ্বা কর্তন
কে যে আমায় ভাবছে এমন
সত্যি কি কেউ
নাকি মুরব্বীদের মিথ্যে ধারণা
রক্ত বোঝে সত্য কেমন
মন মিথ্যে মরীচিকা
সারাটা রাত যন্ত্রণা
অস্তিত্বজুড়ে ঘুমহীনতা
ষোলকলায় উত্তর কৃষ্ণকলি
বাদল বিহারী চক্রবর্তী
আজ আমার প্রাণ খুলে
হাসতে ইচ্ছে করছে।
তোমার রং-তুলি, অরণ্যবাস, দুর্দমনীয় উড়ন্তরথ,
সবই যেন উত্তাল যমুনার সফেন তরঙ্গে
আত্মসমর্পনোন্মুখ।
জল, স্থল ও মহাকাশের
বিপুল বিচিত্র স্থান ভ্রমণ করিয়া
আজ এই প্রথম মনে হলো,
আমার পরিহিত নিক্কণে বুঝি বা
কোন্ মরমী হাতের ছোঁয়া লাগলো।
কিন্তু তুমি কী গো, কী দেখলে আমায়?
সত্যিই কি পুস্পধনুর
কোন বাঁক পড়েছে তোমার এই
উত্তর কৃষ্ণকলির চোখে?
যদি তাই হয়, তবে কোথা আজ
মণিপুর রাজদুহিতা, কোথা সে পার্থ?
এসো বীর, এসো ওগো সুন্দর,
এসো চিত্রকর, এসো হে কবি;
তোমার ওই শায়ক আর কাব্য-রঙে-রসে ভাসমান
নীল যমুনায় এসো যুগপৎ ঝাঁপ দিয়ে
সর্বনাশের ষোলকলা পূর্ণ করি।
আমার আজন্ম লালিত মানস-চিত্রাঙ্গদার এই
সলিল শয্যার অভ্যন্তরেই
নির্ধারণ হয়ে যাক, কী সম্পর্ক
তোমার-আমার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।