বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে আরো এক জন ছাত্র। এনিয়ে গত এক সপ্তাহে সপ্তাহে মোট ৪ জন ছাত্র সমুদ্র সৈকতে ভেসে গিয়ে প্রাণ হারালো।
সর্বশেষ প্রাণ হারানো ছাত্র রবিউল হাসান (১০) শহরের কলাতলীর শামসুল আলমের পুত্র ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রবিউল হাসান কক্সবাজার সমুদ্র সৈকতের জেলে পাড়া পয়েন্টে দুপুর ১২ টার দিকে গোসল করতে নামলে সমুদ্রের স্রোতের ঠানে গভীর সমুদ্রে ভেসে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও রবিউল হাসানকে পাওয়া যায়নি।
রবিবার (১৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।
এর আগে সৈকতের লাবনী পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র এবং টেকনাফ পয়েন্টে মাদরাসার এক ছাত্র গোসল করতে সাগরে নেমে প্রাণ হারায়।
এদিকে এই অনাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাগরে নেমে গোসল করা এড়িয়ে চলতে পর্যটকদের পরামর্শ দিয়েছেন টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি ফখরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।