Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

 বৃষ্টিতে বাতিল হয়েছিল প্রথম দিন। এমন ম্যাচে টস জিতে কেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন ফিল্ডিং বেছে নিলেন, সেটা বুঝিয়ে দিলেন তার বোলাররা। জস হ্যাজলউড, প্যাট কামিন্স আর স্পিনার নাথান লায়ন মিলে ধ্বংস্তুপ রচনা করেছে ইংলিশ ব্যাটিং লাইনআপের ওপর। টেল এন্ডারে জনি বেয়ারেস্ট আর ক্রিস ওকস কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে ২০০ রানও করতে পারতো না স্বাগতিক ইংল্যান্ড।

লর্ডস টেস্টে শেষ পর্যন্ত জনি বেয়ারস্টোর (৫২) ও ররি বার্নসের (৫৩) জোড়া ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৮ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করকে নেমে দ্বিতীয় দিন শেষ বিকেলে ওয়ার্নারের উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাকে বোল্ড করেছেন স্টুয়ার্ট ব্রড। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। ক্রিজে ছিলেন ক্যামেরন ব্যানক্রফট (৫) ও উসমান খাজা (১৮)। সেই ব্যানক্রফটকে ফিরিয়েই অভিষেক টেস্টেই নিজের প্রথ উইকেটের স্বাদ নিলেন জোফরা আর্চার। এর মাঝে বৃষ্টি ফের দিয়েছে হানা। রিপোর্টটি লেখা পর্যন্ত (৩৭.১ ওভার) চার উইকেট হারানো অজিদের সংগ্রহ ৮০। ১৩ রান নিয়ে ব্যাট করছেন স্মিথ, তাকে সঙ্গ দিতে নামা ২৩ বল খেলা ওয়েডের ঝুলি শুন্য!

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লর্ডস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ