Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষেই বিদায়ী ওয়ানডে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৫৪ এএম

দেশের ক্রিকেটকে অনেক সাফল্যে ভাসানো মাশরাফি বিন মুর্তজাকে বর্ণাঢ্য আয়োজন করে বিদায় জানাতে চায় বিসিবি। তবে তার জন্য দরকার মাশরাফির নিজের সায়। আর সেটা হলে জিম্বাবুয়ের বিপক্ষেই আয়োজন হতে পারে মাশরাফির বিদায়ী ওয়ানডে।

আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টের পরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট আর ত্রিদেশীয় সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এই সিরিজে যেহেতু ওয়ানডে নেই, মাশরাফির খেলারও কথা না। কিন্তু মাশরাফি যদি অবসর নেওয়ার কথা ভাবেন তবে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে আয়োজন করতে চায় বোর্ড। বিসিবির সূত্রে জানা গেছে, এই ওয়ানডে আয়োজনের পেছনে মোটা অঙ্কের খরচের ব্যাপার আছে তাই মাশরাফির নিশ্চয়তা ছাড়া তারা সে পথে পা দিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘এটা আয়োজন করতে বড় ধরণের খরচের ব্যাপার আছে। জিম্বাবুয়েকেও রাজী করানোর ব্যাপার আছে। যদি তারা রাজী হয় তাহলে বোর্ড ৬০ লাখ টাকার মতো বাজেট করবে। কিন্তু এসব কিছুর উদ্যোগের আগে মাশরাফির মতটা জরুরী। বোর্ড সভাপতি এই ব্যাপারে মাশরাফির সঙ্গে দু’একদিনের মধ্যেই কথা বলবেন।’

গত কয়েক মাস ধরেই ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিদায় ছিল আলোচনায়। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু মাশরাফি নিজের অবসর নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। বিশ্বকাপের পর তার খেলার কথা ছিল শ্রীলঙ্কায় তিন ওয়ানডে সিরিজে। কিন্তু চোটের কারণে লঙ্কায় যেতে পারেননি মাশরাফি। আগামী ১০ মাসে এফটিপিতে বাংলাদেশের আর কোন ওয়ানডে নেই। তাই দেশের মাটিতে বিদায় বলতে চাইলে এর চেয়ে ভালো সুযোগ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে দেশসেরা এই অধিনায়ককে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ