Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শচিনের সেঞ্চুরির রেকর্ডে কোহলির ভাগ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৫৪ এএম

শচিন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটির দিকে দ্রুত পায়ে এগোচ্ছেন বিরাট কোহলি। তবে সেঞ্চুরির আরেকটি রেকর্ডে পূর্বসূরিকে ছুঁয়েই ফেললেন ভারতের ওয়ানডে অধিনায়ক। কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি এখন যৌথভাবে এই দুই ভারতীয় কিংবদন্তির।

গতপরশু ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে বৃষ্টির কারণে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে ২৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই রান তাড়ায় ৯৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় পাইয়ে দেন কোহলি। অপরাজিত ১১৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ভারত অধিনায়ক। সিরিজে টানা দুই ওয়ানডে সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার সেঞ্চুরি এখন ৯টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ সেঞ্চুরিতে রেকর্ডটি এতদিন এককভাবে ছিল টেন্ডুলকারের। তার পাশে এখন কোহলিও। রেকর্ড ছুঁতে টেন্ডুলকারের অর্ধেক ইনিংস খেলেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ ইনিংস খেলে ৯ সেঞ্চুরি টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ ম্যাচেই ৯ সেঞ্চুরি হয়ে গেল কোহলির।

এই রেকর্ডের পরের ধাপেও আছে টেন্ডুলকার ও কোহলির নাম। তবে এখানেও পাশাপাশি থেকেও পরিসংখ্যানে এগিয়ে কোহলি।
দুটি দলের বিপক্ষে ৮টি করে সেঞ্চুরি করেছেন কোহলি, একটি দলের বিপক্ষে টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ ইনিংস খেলেই ৮ সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৮ সেঞ্চুরি করেছেন ৪৬ ইনিংস খেলে। টেন্ডুলকার লঙ্কানদের বিপক্ষে ৮টি সেঞ্চুরি করেছেন ৮০ ইনিংস খেলে। রেকর্ডের পরের ধাপে যৌথভাবে আছেন চারজন। ইংল্যান্ডের বিপক্ষে ৭টি সেঞ্চুরি করেছেন অ্যারন ফিঞ্চ, ভারতের বিপক্ষে ৭টি করেছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন সাঈদ আনোয়ার, অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা।

বাংলাদেশের হয়ে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসানের। দুজনেই ৩টি করে সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোহলি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ