Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ভিজিএফ চাল ওজনে কম দেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদে হামলা

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ৯:২৮ পিএম

বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভিজিএফ চাল ওজনে কম দেয়ার অভিযোগে পাঁচবাগ ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর করেছে দুস্থ,অসহায় সুবিধাভোগি কার্ডধারীরা।উপজেলা নির্বাহী অফিসার ও ভিজিএফ কমিটির সভাপতি কাজী মাহাবুব উর রহমান জানান,খবর পেয়ে আমি ঘটনা স্থলে উপস্থিত হয়ে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলামকে সঠিক নিয়মে পনের কেজি করে চাল বিতরণের নির্দেশ দিয়েছি।
জানাযায়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় উপজেলায় অসহায়,দুস্থ ব্যক্তি পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করে।এ কার্যক্রমে উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ৪হাজার ৮শ’৯০ জন দুস্থ,অসহায় ব্যক্তিদের তালিকা প্রনয়ন করেন ইউনিয়ন পরিষদ।এতে প্রত্যেক পরিবারের জন্য ১৫ কেজি করে ৭২ মে.টন চাল বরাদ্ধ প্রদান করেন গফরগাঁও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়।বুধবার থেকে পাঁচবাগ ইউনিয়ে চাল বিতরণ শুরু করা হয়।কার্ডধারী খুরশিদ মহল গ্রামের নাছিমা খাতুন অভিযোগে করে বলেন,সরকারি নির্দেশ অনুযায়ী আমাদেরকে ১৫ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৯/১০ কেজি।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হজরত আলী অভিযোগ করে বলেন,চাল বিতরেণ শুরু থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম কতিপয় মেম্বারদের সহযোগিতায় দুস্থ ও অসহায়দের চাল ওজনে কম দিয়ে আসছেন।দুস্থদের চাল ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় আমার সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডা হয়েছে।বৃহস্পাতিবার চাল বিতরণে দ্বিতীয় দিনেও দুস্থ ও অসহায়দের মাঝে ১৫ কেজি স্থলে ৮/৯ কেজি করে চাল বিতরণ করা হয়।এনিয়ে দুস্থ ও অসহায় ব্যক্তি পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তারা ইউনিয়ন পরিষদে হামলা চালায়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম জানান,পরিষদে সঠিক নিয়মে চাল বিতরণ কার্যক্রম চলছিল।স্থানীয় নেতাদের সুবিধা না দেওয়ার কারণে তারা ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে চাল লুঠপাট করতে চেয়ে ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ