পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে পাকিস্তানের জনগণ। পাকিস্তানের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। সোমবার ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকেই পাকিস্তানিরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। রাজধানী ইসলামাবাদ, করাচি ও আজাদ কাশ্মীরের মানুষ কাশ্মীরী জনগণের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরীদের সব অধিকার ভূলুণ্ঠিত করেছে। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সোহেল মাহমুদ ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কাশ্মীরী জনগণের বিরুদ্ধে নয়া দিল্লির সা¤প্রতিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন। ভারত সরকার গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে এবং এর ফলে এখন থেকে কাশ্মীরের রাজ্যের মর্যাদাও থাকছে না। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে সেনা সংখ্যা বাড়িয়েছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।