Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যা

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৯:২৮ পিএম

সবাই গেলেও নিজের বাবার জানাজায় অংশ নিতে যাননি ভুক্তভোগীর নেশাগ্রস্ত চাচা শাহাদৎ হোসেন

নাটোরের সিংড়ায় ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার দোওগাছা গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভুক্তভোগীর দাদা মারা যান। তার জানাজায় অংশ নিতে পাকুরিয়া গ্রামে দাদার বাড়িতে যান তার বাবা-মা। এসময় তারা তাদের মেয়েকে বাসায় একা রেখেই বেরিয়ে যান। তবে, সবাই গেলেও নিজের বাবার জানাজায় অংশ নিতে যাননি ভুক্তভোগীর নেশাগ্রস্ত চাচা শাহাদৎ হোসেন।

সবাই চলে গেলে ভাতিজিকে একা পেয়ে যৌন নির্যাতন চালান শাহাদৎ। এসময় ভুক্তভোগী তাকে বাধা দেয় ও সবাইকে এই বিষয়ে জানিয়ে দেবে বলে জানায়। এত ভীত হয়ে আপন ভাতিজিকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত শাহাদত হোসেনকে।

এ প্রসঙ্গে ওসি মনিরুল ইসলাম বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন শাহাদত। তাকে আদালতে উপস্থাপন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের শরীরে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ