Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ফেন্সিডিলসহ যুবলীগ নেতা আটক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৯:৩৯ পিএম

আশুলিয়ায় ফেন্সিডিলসহ পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পণ্ডিতকে (৩৮) আটক করেছে পুলিশ। এসময় তার সহযোগী মিলন মাহমুদকেও (২৫) আটক করা হয় । পরে তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ ।

পুলিশ জানায়, আশুলিয়ার পাথালিয়া এলাকায় যুবলীগ নেতা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে । এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ যুবলীগ নেতাকে আটক করা হয় । পরে তাদের সঙ্গে থাকা ১৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শেখ বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ