বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২টি ছুরি ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এ কথা জানান।
আটক ব্যক্তিরা হলেন, চমং মারমার ছেলে রিগছে মারমা, সুইতি মারমার ছেলে মংথুইপ মারমা ও মংইনু মারমা। তাদের বাড়ি রোয়াংছড়ির তুলাইছড়িতে।
সেনাবাহিনী জানায়, শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে ১টি টহল দল তুলাইছড়ি এলাকা থেকে সন্দেহজনক হিসেবে রিগছে মারমাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের কথা স্বীকার করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার মামার বাড়িতে থেকে ১টি দেশীয় বন্দুক, ২টি ছুরি ও ১৬ রাউন্ড গুলিসহ আরও ২ জনকে আটক করা হয়।
বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটকের খবর শুনেছি। তারা বর্তমানে সেনা হেফাজতে রয়েছে। তাদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।