Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধলেশ্বরীতে নিখোঁজ ৩ ছাত্রের দুইজনের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ১২:১০ পিএম | আপডেট : ৩:৩৯ পিএম, ২৮ জুলাই, ২০১৯

সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে বলিয়াপুর কন্ডা ব্রিজ এলাকা থেকে মেহেদীর (১৮) লাশ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর পাগলার মোড় থেকে তৌসিফ আহমেদ আকাশের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে রাজন।

তৌসিফ আহমেদ আকাশের বাড়ি সাভারের ব্যাংক টাউন এলাকায় এবং মেহেদীর বাড়ি ভোলা জেলায়। মেহেদী আগারগাঁও থাকতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, শনিবার (২৭ জুলাই) ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসে। দুপুরে তাদের মধ্যে ৫ জন নদীতে গোসল করতে নামে। এসময় আকাশ, রাজন ও মেহেদি নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় ২৪ ঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, যেখানে তারা নিখোঁজ হয় তার ১ কিলোমিটার দূর থেকে আকাশের লাশ এবং কিছু সময় পরে বলিয়াপুর কন্ডা ব্রিজ এলাকা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ