Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধলেশ্বরীতে নিখোঁজ তিন কলেজছাত্রের সন্ধান মেলেনি

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ১১:৫২ এএম

সাভারের ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পরও রাজধানীর তিন কলেজছাত্রের সন্ধান পায়নি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

ধানমণ্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮) শনিবার দুপুরে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হন। নদীতে তীব্র স্রোত থাকায় রাতে অভিযান বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এদিকে, গতকালের মতো আজও নদীর পাড়ে নিহতদের স্বজনসহ অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। স্বজনদের কান্নায় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে গোসল করতে নামেন। এর পর একে একে সবাই সাঁতরে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ