নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের ক্রীড়াক্ষেত্রে ২০১৮ সালে বিশেষ অবদান রাখার জন্য পদকজয়ী ক্রীড়াবিদদের অর্থ পুরস্কার দিলো বাংলাদেশ আনসার ও ভিডিপি। মঙ্গলবার আনসার ও ভিডিপি সদর দপ্তরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পদকজয়ী পাঁচ শতাধিক ক্রীড়াবিদের হাতে প্রায় ৪৫ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এসময় পরিচালক (ক্রীড়া) নুরুল হাসান ফরিদী ও ক্রীড়া অফিসার রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন,‘‘অনেক ক্রীড়াবিদই ভাতা সৈনিক হিসেবে কাজ করছেন বাংলাদেশ আনসার ও ভিডিপিতে। আমরা সব ক্রীড়াবিদকেই পর্যায়ক্রমে স্থায়ী চাকরির আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।’ তিনি যোগ করেন, ‘আনসারের ক্রীড়াবিদদের মানোন্নয়নে গাজীপুরের সফিপুরে ১৪ কোটি টাকা ব্যায়ে অ্যাথলেটিক্স টার্ফ বসছে। নির্মাণ করা হবে সুইমিং পুল। মোদ্দাকথা আমাদের ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য আমরা সব কিছুর ব্যবস্থাই করবো।’
গত এক বছর দেশ ও বিদেশে ২৯টি ক্রীড়া আসরে অংশ নিয়ে আনসার ও ভিডিপি ক্রীড়া দল ১৬০টি স্বর্ণ, ৯৬টি রৌপ্য ও ৯০টি ব্রোঞ্জপদক জয় করে। যার মধ্যে ২০টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, পাঁচটিতে রানার্সআপ এবং একটিতে তৃতীয় ও তিনটিতে চতুর্থস্থান ছিল। শুধু তাই নয়, এই আনসারের তীরন্দাজ রোমান সানা গত মাসে নেদারল্যান্ডসে সমাপ্ত বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জপদক জিতে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে দেশের মান বাড়ান। কাল অর্থ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোমান সানা বলেন,‘আনসার বাহিনীতে আসার পর আমাকে সকল সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল। বরং আমি তারচেয়েও বেশি পাচ্ছি। আনসারের এই অর্থ পুরস্কার আমাদের পরিবারকে সহায়তা করে। যার ফলে আমরা খেলাধূলায় মনযোগ দিতে পারি। অনেক সময় বিদেশে টুর্নামেন্ট খেলতে গেলেও আনসার আমাকে সহযোতিা করে।’ তিনি যোগ করেন, ‘অলিম্পিকের আগে ভালো স্কোর করার ইচ্ছা রয়েছে। অলিম্পিকের আগে যত খেলবো অভিজ্ঞতা তত বাড়বে।’
গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত’র কথা, ‘সর্বশেষ এসএ গেমসের পর দু’চারটি আন্তর্জাতিক টুর্নামন্টে পদক পেয়েছি। যা মিডিয়ায় আসেনি। আসন্ন নেপাল এসএ গেমসের আগে যে টুর্নামেন্টগুলো পাবো তাতে ভালো করার চেষ্টা করবো। গৌহাটি’র গেমসে যেহেতু স্বর্ণ পেয়েছি, নেপালেও পাবো ইনশাল্লাহ। সেইভাবে নিজেকে প্রস্তুত করছি।’
আনসারের পরিচালক (ক্রীড়া) নুরুল হাসান ফরিদী বলেন, ‘আমরা প্রত্যেক বছর বড় আকারে আয়োজন করে ক্রীড়াবিদদের প্রাইজমানি দিয়ে থাকি। আগামীতেও দেয়ার চেষ্টা করবো।’ ক্রীড়া অফিসার রায়হান উদ্দিন ফকির বলেন, ‘প্রাইজমানিতে উৎসাহ পান ক্রীড়াবিদরা। যার প্রমান ফি বছর আনসারের ক্রীড়াবিদদের পদক জয়। সামনেও আনসার ক্রীড়া দল সেরা পারফরম্যান্স দেখাবে আশাকরি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।