Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুনিয়র কুস্তি শুরু মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৯:০২ পিএম

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আরডিডিএল’র পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার শুরু হচ্ছে জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আট বিভাগের প্রায় দু’শ কুস্তিগীর ১৬টি ওজন শ্রেণীতে লড়বেন। দু’দিন ব্যাপী টুর্নামেন্টের বালক বিভাগে ৪১-৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৬৫, ৭১, ও ৮০ কেজি এবং বালিকা বিভাগে ৩৬-৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৭, ৬১, ৬৫ কেজি ওজন শ্রেণীতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাকে সামনে রেখে এতে অংশ নেয়া কুস্তিগীরদের দৈহিক ওজন সোমবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ ফেডারেশন অফিস কক্ষে নেয়া হয়। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি পদকপ্রাপ্ত খেলোয়াড়দের বৃত্তি প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুস্তি

১২ ফেব্রুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১
১৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ