নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপে লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। এর রেশ না কাটতেই আজ আবার শ্রীলঙ্কার উদ্দেশে পাড়ি জমাচ্ছে মাশরাফি বাহিনী। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
সীমিত ওভারের এই সিরিজে নিজেদের ‘ফেবারিট’ বলে দাবি করেছিলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে সে রাস্তায় হাঁটালেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। দুই দলেরই সমান সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন টাইগার দলপতি। সিরিজকে সামনে রেখে গতকাল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমন কথাই বলেন নড়াইল এক্সপ্রেস।
নিজেদের মাটিতে শ্রীলঙ্কা সব সময়ই শক্তিশালী। মাশরাফিও তা ভালোভাবেই জানেন, ‘আমি মনে করি, সিরিজ শুরুর আগে দুই দলই সমান অবস্থানে। শ্রীলঙ্কা হোমে ভালো খেলে, কয়েকজন খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরেই খেলছে। তারা বিশ্বকাপে আমাদের মতোই তিনটি জয় পেয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। নিদাহাস ট্রফির উত্তেজনাটা দুই দলের মধ্যেই থাকবে, তাই অন্যরকম একটা আবহ থাকবেই। দুই দলই সমান অবস্থানে থেকেই যাত্রা শুরু করবে। তবে আমি দলের ভালো করার ব্যাপারে আশাবাদী।’
সাকিব না থাকার ক্ষতিটাকে অন্যভাবে পুষিয়ে নেয়ার সুযোগ বলেও মনে করছেন ম্যাশ। তার মতে, এই সময়ে বিকল্প ক্রিকেটারদের যাচাই করার সুযোগও থাকছে, ‘অন্য যারা আছে তাদের খুঁজে বের করা যে, এরকম ঘটনা সামনেও ঘটতে পারে। টিমের সেরা খেলোয়াড়ের ইনজুরি হতে পারে, যেকোনো কিছু হতে পারে। সামনের বিশ্বকাপটা কিন্তু ভারতে। আমার মনে হয়, আমাদের স্পিন বোলিং বা লেগ স্পিনে বেশি নজর দিতে হবে। এগুলো খোঁজার এখনই সঠিক সময়।’
সাকিবের গুরুত্বও তুলে ধরতে ভুল করেননি দলপতি, ‘সাকিব অবশ্যই বিশ্বকাপে ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। তবে সাকিবকে আমরা সবসময়ই মিস করি, বিশ্বকাপের পর বলেই শুধু নয়। তার ব্যাকআপে দুই তিনজন লাগে। সাকিবকে তাই মিস করবই। তবে যারা আছে, তাদের উপরই আস্থা রাখতে হবে।’
বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কণ্ঠে একরাশ হতাশাই ঝরে পড়ল টাইগার অধিনায়কের। তিনটি জয় পেলেও তিনি মনে করেন, টুর্নামেন্টে ব্যর্থই হয়েছে বাংলাদেশ। দায় এড়ানোর চেষ্টা না করে নিজের কাঁধেই সব দোষ নিয়ে নিলেন, ‘সত্যি করে বলতে আমি আপসেট। ভীষণ আপসেট। অনেকেই হয়তো বলবেন, এটা নিয়ে মন খারাপ না করতে, মাথা থেকে ঝেড়ে ফেলতে। তবে যদি বলি মন খারাপ হয়নি, এটাই হবে লজ্জার কথা। অবশ্যই মন খারাপ হয়েছে। আমার দুটি দায়িত্ব ছিল, অধিনায়ক আর পারফরমার হিসেবে। পারফরমার হিসেবে কিছুই করতে পারিনি।’
টাইগার দলপতি বিশ্বকাপের সময় পুরোপুরি ফিটও ছিলেন না। মাঠের পারফরম্যান্সে সেটাও স্পষ্ট হয়েছে। তবে সংবাদ সম্মেলনে চোটের অবস্থা এখন কি? এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের পর দুইদিন অনুশীলন করেছি, তেমন কোনো ব্যথা হয়নি।’
বর্তমান প্রেক্ষাপটে মাশরাফির সংবাদ সম্মেলনে অবসর নিয়ে প্রশ্ন হবে না, এমনটা চিন্তা করাও কঠিন। কিন্তু, অবসর প্রশ্নে আগের জবাবগুলোরই প্রতিফলন শোনা গেলো মাশরাফির মুখে, ‘এটা যে যার মতো করে চিন্তা করে। আমার কথা যদি বলেন, তাহলে আমি এটা নিয়ে চিন্তা করিনি এখনো। খেলতে যাচ্ছি। ওইখানের (শ্রীলঙ্কার) খেলা নিয়ে চিন্তা করছি। এরপরে তো অনেক দিন খেলাও নাই, সেটাও সত্যি কথা। তো সেরকম কিছু হলে অবশ্যই চিন্তা করবো। আর আপনাদের কাছে এটা একটা নিউজ, আমার কাছে হয়তো বা ওটা না। আমার কাছে অনেক কিছু।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।