গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা। জানাজায় অনেক বিশিষ্টজনের সঙ্গে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জানাজা শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা জাফরুল্লাহর প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, 'এরশাদ দেশের অত্যন্ত ভদ্র একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি কাউকে কটূক্তি করেন নাই। উনার হিংসা-বিদ্বেষ ছিল না। শেষ জীবনে রাজনীতি না করতে পাড়ার অন্যতম কারণ মঞ্জুর হত্যা মামলা। এটা তাকে ভীত-সন্ত্রস্ত করে রেখেছিল। ভয় থেকে মুক্তি পেলে হয়তো রাজনীতিতে তার আরেকটু অবদান থাকতো। আমার মনে হয় আজকের দিনে উনার ভালোটাই মনে রাখি।'
জাফরুল্লাহ আরো বলেন, এরশাদ বাংলাদেশের অত্যন্ত শিক্ষিত প্রেসিডেন্ট ছিলেন। উনি একমাত্র প্রেসিডেন্ট যিনি বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা করেছেন। হলে থাকার একটা সুফল হলো বিভিন্ন শ্রেণির লোককে চেনা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।