Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় খেলছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। তাই দেশে ফেরার পর গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন তিনি। মাশরাফির ঘনিষ্ঠ এক সূত্রে এমনটাই জানা গেছে। এছাড়া একই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনও।

আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যে দল অনেকটাই গুছিয়ে এনেছেন নির্বাচকরা। তবে তার আগে মাশরাফিকে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হবে বলেই জানালেন প্রধান নির্বাচক, ‘আমার মনে হয় সে ফিট। তার ফিটনেসটা অনেকটাই তার নিজের ওপরে নির্ভর করে। একটা ফিটনেস টেস্ট দিতে তো হবে। কারণ একটু দুশ্চিন্তা তো অবশ্যই আছে। কারণ ও কিন্তু ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছিল। একটু সময় পেয়েছে সেরে ওঠার। আশা করছি, শ্রীলঙ্কা সফরের আগে সুস্থ হয়ে যাবে। কারণ সে খেলবে না, এমন কিছু আমাদের কাছে আসে নাই।’

শুধু অধিনায়কই নয়, গোটা বিশ্বকাপ স্কোয়াডই ছিল চোটজর্জর। তাদের নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে এখনও। দল চূড়ান্ত করার আগে বিশ্বকাপে খেলে আসা ক্রিকেটারদের চোট নিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা, ‘দলে কয়েকজনের চোট সমস্যা আছে। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের চোট নিয়ে রিপোর্টের অপেক্ষায় আছি। ওরা কিছু দিন বিশ্রাম পেয়েছে। আশা করি ওদের খেলতে কোনো সমস্যা হবে না।’

তবে শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না লিটন কুমার দাস। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসানের থাকাও নিশ্চিত নয় বলেই জানালেন বাশার, ‘এটা নিয়ে আমরা বসেছিলাম। তাদের বিকল্প কাকে নেওয়া যায়। লিটন ছুটি চেয়েছে। বিয়ে করছে। আর সাকিব সম্ভবত আগেই ছুটি নিয়েছিল। সেটাও আমরা নিশ্চিত হইনি। আমাদেরকে দুইটা বিকল্পই রাখতে বলা হয়েছে। সেভাবেই চিন্তা-ভাবনা করছি। এখনও ফাইনাল রিপোর্ট পাইনি। লিটনেরটা জানি ছুটি নিয়েছে, সাকিবেরটা এখনও জানি না, পারবে কি পারবে না।’

বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। মাশরাফি ছাড়াও বেশ কিছু খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে শ্রীলঙ্কা সফরে সবাইকে পাবেন বলে আশাবাদ প্রকাশ করলেন বাশার, ‘একটা লম্বা সফর করে এসেছে সবাই। একটু বিশ্রাম দরকার ছিল সবার। কয়েক জনের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সে রিপোর্ট অবশ্য পাইনি। তবে যতদূর জানি, সবাই মোটামুটি (খেলতে) পারবেন। এ সিরিজে নতুন করে শুরু করা দরকার আমাদের। আশা করছি সবাইকে সুস্থ পাব। তাহলে সেরা দল নিয়েই যেতে পারব আমরা।’

শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে কোন ধরনের প্রস্তুতি ক্যাম্প হবে না দেশে। শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

 



 

Show all comments
  • Sajjat Hosen ১৩ জুলাই, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    লজ্জাকর একটা পরিস্থিতি ক্রিকেটার যুবরাজ সিং যদি বাংলাদেশের থাকতো তাহলে তার নাতিরাও তার অবদান আর ক্যান্সার কোটায় আমাদের দলে খেলতো
    Total Reply(0) Reply
  • Ether Arafath Khan ১৩ জুলাই, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    মামা তুমি শুধু শ্রীলংকা কেনো, সৌদী-আরবের জন্যও প্রস্তুত হও। শুধু তাই নয়, তোমার বাচ্চাকাচ্চার জন্যও দলে একটা কোটার ব্যবস্থা করে রাখ।
    Total Reply(0) Reply
  • Santo Rahman ১৩ জুলাই, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    চোখে যা দেখছি তাতে বোঝা যায় লজ্জাবোধ অনেক সময় হারিয়ে যায়
    Total Reply(0) Reply
  • MD. Awlad Hossain ১৩ জুলাই, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    আওয়ামীলীগ এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলেই নির্লজ্জ প্রকৃতির হয়ে থাকে।
    Total Reply(0) Reply
  • Jamiul Alam ১৩ জুলাই, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় আরেকবার গতির ঝড় তুলবেন মাশরাফি।
    Total Reply(0) Reply
  • Rafin Rafi ১৩ জুলাই, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    উনি যে এখন বর্তমান সরকারের একজন যোগ্য উত্তরসূরি,,,,, এতকিছুর পরেও উনি দলে থাকার কথা বলছেন,,,,
    Total Reply(0) Reply
  • Rj Johny ১৩ জুলাই, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র দায়িত্বশীল প্লেয়ার মাশরাফি মর্তুজা
    Total Reply(0) Reply
  • Kaium Prodhan ১৩ জুলাই, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    ৭ বার অপারেশন করেও মাশরাফি দেশের জন্য খেলে যাচ্ছেন। ৩০ ডিসেম্বর রাতের ভোট চুরি তিনি ইচ্ছাকৃতভাবে করেন নাই। তখনও তিনি অসুস্থ ছিলেন। আর একবার তাকে খেলার সুযোগ দিন।
    Total Reply(0) Reply
  • Sahadat Hossain Sahariar ১৩ জুলাই, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    মাশরাফি আগামী সিরিজেও খেলবে এই খবর শোনার পর জাতি শোকাহত !!কারণ তার সাম্প্রতিক পারফর্ম !!
    Total Reply(0) Reply
  • Aref Samad ১৩ জুলাই, ২০১৯, ১:৪৫ এএম says : 0
    Mashrafee playing means bangladesh will play with 10 members. He should retire now
    Total Reply(0) Reply
  • sk salim ১৩ জুলাই, ২০১৯, ৫:১৬ পিএম says : 0
    মাশরাফি এখন দেশের জন্য খেলে না,, টাকার জন্য খেলে,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ