Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মেসিকে সম্মানের সঙ্গে কথা বলতে বললেন তিতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৫:০১ পিএম

এবারের কোপা আমেরিকা বাজে রেফারিংয়ের জন্য বার বার আলোচনায় এসেছে। আর এর বলি হয়েছে আর্জেন্টিনা- লা আলবাসিলেস্তে দলের কোচ ও খেলোয়াড়দের মত এমনই। আর দলীয় অধিনায়ক মেসি ধৈর্যহারা হয়ে বলেছেন আরো এক ধাপ বেশি, স্বাগতিক ব্রাজিল যাতে শিরোপা জিততে পারে এজন্য আগে থেকেই সবকিছু ঠিক করে রাখা হয়েছিল।
মেসির এমন দাবির বিপরীতে বেশ ক্ষিপ্ত মনোভাব দেখিয়েছেন ব্রাজিল কোচ তিতে। রোববারের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ো পর ব্রাজিল কোচ বলেন, মেসির মত খেলোয়াড়কে প্রতিপক্ষের প্রতি আরো বেশি সম্মান দেখানো উচিত।
তিতে মনে করেন তার দলও রেফারির কিছু কিছু বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে। তবে মেসির মন্তব্যগুলো মোটেই ঠিক হয়নি, ‘মেসির অবশ্যই এ ব্যপারে সম্মান দেখানো উচিত। পরাজিত হবার পর তা মেনে নেবার মানসিকতা তার মধ্যে থাকতে হবে। আমরাও অনেক ম্যাচে রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি। এমনকি বিশ্বকাপেও আমাদের সাথে এমন হয়েছে। কিন্তু আমরা সবসময়ই সতর্ক ছিলাম। মেসি একজন অসাধারণ খেলোয়াড়, এই বিষয়টি তাকে বেশ চাপে রেখেছে। প্রত্যেকেরই নিজ নিজ সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলোকে সম্মান দেখাতে হবে।’
দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল’র বিপক্ষে অভিযোগ এনে মেসি বলেছেন, পুরো সংস্থাটি দুর্নীতিতে ভরা। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে চিলির বিপক্ষে বিতর্কিত লাল কার্ড পাবার পর মেসি এই মন্তব্য করেছিলেন। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে পরাজিত হবার পর মেসি বলেছিলেন স্বাগতিকরা কনমেবলকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিয়েছে।
পেরুর আর্জেন্টাইন কোচ রিকার্ডো গার্সিয়া বলেছেন, ‘মেসির কথা বলার অধিকার আছে। কিন্তু তার অর্থ এই নয় যে সে যা বলেছে তার প্রতি আমার সমর্থন আছে।’
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো মেসির ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলেন, ‘তারা যা চায় তা বলতে পারে, তবে আমরা এখন শুধুমাত্র ব্রাজিল নিয়েই কথা বলতে চাই।’



 

Show all comments
  • Nasir ৮ জুলাই, ২০১৯, ৬:১৯ পিএম says : 0
    মেছি, বাজে কথা বলেছে, তার জন্য শাস্তি দেওয়া হোক, যাতে আর কখনো এমন বাজে ইঙ্গিত করতে না, পারেi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ