নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সহজ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের ১৭তম ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, স্থানীয় মিডফিল্ডার জুয়েল রানা ও ফরোয়ার্ড ফয়সাল একটি করে গোল করেন। এই জয়ে আবাহনী ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন হারে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানেই রইলো। সমান ম্যাচে আরামবাগ সাত জয়, দুই ড্র ও আট হারে ২৩ পয়েন্ট পেয়ে আগের পঞ্চমস্থান ধরে রাখলো।
শুক্রবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে আবাহনী। যদিও প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য অবস্থায়। ম্যাচে ৪৮ মিনিটে আবাহনীর পক্ষে প্রথম গোল করেন সানডে (১-০)। ৮৬ মিনিটে জুয়েল রানা গোল করে ব্যবধান বাড়ান (২-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) ফয়সাল আবাহনীর পক্ষে তৃতীয় গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন (৩-০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।