Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেই চলেছে আবাহনী ও ঊষা

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে জিতেই চলেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আবাহনী ৬-০ গোলে হারায় অ্যাজাক্স এসসিকে। এ ম্যাচে আবাহনীর জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড মাকদুস আলম হাবুল। তিনি ম্যাচের ৬, ২৬ ও ৪৪ মিনিটে তিনটি ফিল্ড গোল করে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন। মিডফিল্ডার রুম্মান সরকার ৩৪ ও ৩৭ মিনিটে দুটি ফিল্ড গোল করলে নিশ্চিত হয় আবাহনীর বড় জয়। তবে পাঁচ গোলেই আটকে থাকেনি আকাশী-হলুদরা। ম্যাচের ৫৬ মিনিটে শেখ মো. নান্নু পেনাল্টি কর্নার থেকে গোল করলে ফলাফল দাঁড়ায় ৬-০। নয় ম্যাচ শেষে আবাহনী ২৩ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থান অবস্থান নিলো। দিনের দ্বিতীয় ম্যাচে ঊষা ৭-১ গোলের জয় পায় সাধারণ বীমার বিপক্ষে। ঊষার পক্ষে ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় ২৭, ৪৮, ৪৯ ও ৬০ মিনিটে চারটি ফিল্ড গোল করেন। ৫ মিনিটে কৃষ্ণ কুমার দাস, ৭ ও ৪৮ মিনিটে যথাক্রমে আসফাক নেওয়াজ ও আলিম বেলাল একটি করে গোল করেন। এই জয়ে নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ঊষা। লিগের প্রথম রাউন্ডে আবাহনী ও ঊষার আর দু’টি করে ম্যাচ বাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিতেই চলেছে আবাহনী ও ঊষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ