Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ইজিবাইক চালক আল আমিন হত্যার সাথে জড়িত ৩ জন আটক

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৭:১৫ পিএম

গত বুধবার মাগুরা সদর থানাধীন কুকিলা বাড়ডাঙ্গা গ্রামে জনৈক নাসিরের পাট ক্ষেতে একটি গলা কাটা মৃত দেহ উদ্ধার করে মাগুরা জেলা পুলিশ। মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, বিভিন্ন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা পুলিশের একাধিক টিম ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে । বৃহস্পতিবার আলামিন হত্যাকান্ডে জড়িত মাগুরা সদরের মো. শরিফুল মোল্যা (২০), পিতা-মো. নুরুল হক মোল্যা সাং-ঘোড়ানাছ পূর্বপাড়া বর্তমানে শ্বশুর-ফসিয়ার শেখ, সাং-মহিষাডাঙ্গা হাটপাড়া উভয়কে পুলিশ গ্রেফতার করে।
উক্ত হত্যাকান্ডে আসামী শরিফুল নিজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সহিত জড়িত আরো তিনজনের নাম প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মো. মানজাল খান (১৮) পিতা-মো. বশির খান, সাং-জগদল খান পাড়া (সরাসরি জড়িত এবং জবাইকারী) এবং মো. সুমন হোসেন মন্ডল (২১) পিতা-মৃত আফজাল মন্ডল সাং-মহিষাডাঙ্গা হাটপাড়া কে পুলিশ গ্রেফতার করে।আসামী শরিফুল ও মানজালের স্বীকারোক্তি অনুযায়ী এবং তাদের দেখানো ঘটনাস্থল থেকে হত্যা কান্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ