Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিকল্পনামন্ত্রীর বেয়াইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৭:১১ পিএম | আপডেট : ৭:১৫ পিএম, ২৭ জুন, ২০১৯

গণপূর্ত অধিদফতরের সাবেক সিভিল ইঞ্জিনিয়ার ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বেয়াই মো. আব্দুল গাফ্ফার (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (২৬ জুন) সকালে স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় মো. আব্দুল গাফফার আলমকে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহষ্পতিবার নগরীর মীরবাগ জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নিয়ে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কুমিল্লার মেঘনায় দ্বিতীয় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয় গণপূর্ত অধিদফতরের সাবেক এ কর্মকর্তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ