Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালো কাপড় বেঁধে ছাত্রলীগের পদবঞ্চিতের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ২:১৩ পিএম

কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের জায়গা দেয়ায় ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিকী মানববন্ধন করেছে। অবস্থানের ১ মাস উপলক্ষে তারা এ আয়োজন করে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টা ১টা পর্যন্ত এ প্রতিকী মানববন্ধন করা হয়। আন্দোলনকারীরা বলছেন কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের জায়গা দানকারীদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

আন্দোলনকারী তানভীর হাসান সৈকত ইনকিলাবকে বলেন, আজকে আমাদের আন্দোলনের দীর্ঘ ১ মাস ১ দিন চলছে। কিন্তু তারা আমাদের দাবি মেনে নেয়ার বদলে উপহাস করছে। তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে আমাদের এ আয়োজন। আমাদের দাবি থাকবে যেন দ্রুততর সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে প্রাণের সংগঠন ছাত্রলীগকে বিতর্ক মুক্ত করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ