পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ধূমপান বলতে আমরা সাধারণত সিগারেট, বিড়ি এগুলোকেই বুঝি। তামাকজাত পণ্য যা বিশেষভাবে তৈরি করে আগুন জ্বালিয়ে ধোয়া গ্রহণ করা হয় তাই ধূমপান। ধূমপান করে এমন মানুষের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এমনকি এটা অনেকের কাছে ফ্যাশন হিসাবে কাজ করে যার কারণে ধূমপানের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অধিক জনপ্রিয় হওয়ার কারণে এর ক্ষতির দিক সকলের কাছে তুচ্ছ হয়ে গেছে। তামাক গ্রহণের ফলে সমস্ত অঙ্গের (মাথার চুল, মুখের ভিতর ঘা, চোখের ছানি, কানের শ্রবণ শক্তি, হৃদপিন্ড এবং ফুসফুসের সমস্যা, চর্মরোগ, পুরুষের যৌন শক্তি হ্রাস, মেয়েদের অকাল গর্ভপাত) ক্ষতি হয়। এই ক্ষতি যে শুধু তার একার হয় তা নয়। প্যাসিভ স্মোকিং এর কারণে তার আশেপাশের মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়। প্যাসিভ স্মোকিং এর কারণে মানুষের ক্ষতিটা বেশি হয় কারণ স্মোকিংয়ে তাদের আগ্রহ থাকে না। ফলে শরীরের বিভিন্ন অঙ্গের উপর এর প্রভাবটা বেশি প্রকট হয়। অন্যদিকে মাদক গ্রহণের হার এবং এর ব্যাপকতাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের মরণ ছায়ায় যে কতো পরিবার সর্বসান্ত হয়েছে তা বলে শেষ করা যাবে না। মাদক বিভিন্নভাবে নেওয়া হয় (কখনো পানীয়, কখনো ইনজেকশন ব্যবহার করে, কখনো ধূমপান হিসেবে, কখনো-বা ট্যাবলেট হিসাবে)। মাদক সেবনকারীর মাদক ছাড়া থাকা প্রায় অসম্ভব। তাই মাদকের অর্থের যোগান দিতে গিয়ে এরা বিভিন্ন কুকর্ম (ছিনতাই-লুট, চুরি, হত্যা) জড়িয়ে পড়ে। ধূমপান ও মাদকের নেশা আজকে দেশের যুব সমাজের উপর কালো ছায়া তৈরি করেছে। ধূমপান ও মাদক ব্যাবসায়ীদের প্রথম টার্গেটও তারাই (স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা)। যুব সমাজকে ধূমপান ও মাদকের কালো ছায়া থেকে রক্ষার জন্য প্রথম প্রয়োজন অভিবাবকদের সচেতনতা ও নজরদারী এবং সহজলোভ্যতা রোধ। ধূমপান ও মাদক গ্রহণে বিভিন্ন আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইনের যথার্থ প্রয়োগ হলে ধূমপান ও মাদকের এতো বিস্তার হতো না। আমরা মনে করি, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য কতোটা ক্ষতিকর তা স্পষ্টভাবে জনসাধারণের কাছে তুলে ধরে এ বিষয়ে সচেতনতা এবং আইনের কঠোরতা বৃদ্ধি করতে হবে। পরিশেষে, ধূমপান ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে সরকার অবিলম্বে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।
তানিউল করিম জীম
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।