Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ড যাচ্ছে নতুন ১ হাজার সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:৩২ এএম


রুশ ‘আগ্রাসন’ মোকাবিলার কথা বলে পোল্যান্ডে নতুন করে আরও এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নতুন করে সেনা মোতায়েনের এ ঘোষণা দেন। এরআগে ২০১৭ সালে পূর্ব ইউরোপের ওই দেশটিতে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের অংশ ক্রিমিয়া উপদ্বীপকে ২০১৪ সালে রাশিয়া নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়ার পর থেকেই ওই অঞ্চলে মস্কোর সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়ায় ন্যাটো। সেই সময় পোল্যান্ডেও ন্যাটোর সেনা মোতায়েন করা হয়। ট্রাম্প জানিয়েছেন, জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের ‘৫২ হাজার স্ট্রং কন্টিনজেন্ট’ থেকে ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ এক হাজার সেনা পোল্যান্ডে নেয়া হবে। উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটোকে সহায়তার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রæতি মোতাবেক সেখানে সেনা মোতায়েন করা হয়। কয়েক দশকের মধ্যে ইউরোপে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক শক্তি মোতায়েন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ