মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী নন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। বেশ কয়েকদিন ধরে ট্রাম্প ও ন্যান্সির মধ্যে বাগযুদ্ধ চলছে। ট্রাম্পকে জেলে দেখতে চান ন্যান্সি প্যালোসির এমন বক্তব্য ফাঁস হওয়ার পর ট্রাম্প তাকে নোংরা, প্রতারক, ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যা দেন। মঙ্গলবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, আমি ট্রাম্পের ওপর বিরক্ত। এমনকি আমি তার সঙ্গে কথা বলতেও চাই না। এসব বিষয়ে নিয়ে আলোচনাই করা উচিত না। কারণ এটা ট্রাম্পেরই জয়। নাগরিকদের মধ্যে বিভক্তি তৈরি ও মনোযোগ নষ্ট করতে তার জুড়ি নেই। তবে তিনি ট্রাম্পকে জেলে দেখতে চান- এমন বক্তব্য সত্যিই দিয়েছিলেন কী না তা বলেননি। ন্যান্সি পেলোসি বলেন, আমাদের ডেমোক্রেট রাজনীতিবিদদের মধ্যকার সমাবেশে যে আলোচনা হয় তা সেখানেই সীমাবদ্ধ থাকে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।