Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে জেলেদের দেড় ঘণ্টা অবরোধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ৫:৫০ পিএম

সীতাকুণ্ডে ৬৫দিন সাগরে মাছ ধরা বন্ধে সরকারী নির্দেশনা প্রত্যাহারের দাবীতে সীতাকু- উপজেলার ফৌজদারহাটস্থ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করেছে ক্ষুব্ধ জেলে সম্প্রদায়। এসময় চরম দূর্ভোগে পড়েন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শিশুসহ সাধারণ যাত্রী। গতকাল  রবিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত অবরোধকালে সড়কের উভয় দিকে প্রায় ২০ কি.মি. পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় এমপিসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিলে সাময়িক ভাবে অবরোধ প্রত্যাহার  করেন জেলেরা। তবে তাদের দাবী মানা না হলে আগামী কাল বুধবার থেকে আবারো উপজেলা ব্যাপী গণ অণশন করবেন বলে হুশিয়ারী দেন জেলে নেতারা। সূত্রে জানা যায়,সীতাকু-ের ফৌজদারহাট বাংলাবাজার পোর্ট কানেকটিং সড়কে উপজেলার চট্টগ্রাম পতেঙ্গা থেকে শুরুকরে ১ নাম্বার সৈয়দপুর পর্যন্ত ৩৮ টি জেলে পাড়ার অসংখ্য জেলে নারী-পূরুষ একত্রিত হয়ে সাগরে মাছ ধরা বন্ধে সরকারী নির্দেশনার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে। তাদের সাথে ঐক্যমত পোষণ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক প্রখ্যাত আইনজীবি এড. রানা দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, সীতাকু- হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দে,মুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া,সংগঠনের দ্বীবেশ চন্দ্র নাথ ও সীতাকু- উপজেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দসহ অনেকে। এতে এড. রানা দাশগুপ্ত বলেন, জেলেদের ভরা মৌসুমে মাছ ধরার বন্ধের এ সিদ্ধান্তে জেলেরা চরম আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। তাই আজকের মধ্যে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে হবে। এ সময়ের মধ্যে আগামী ১১ জুন বুধবার সকাল থেকে গণ অনশন কর্মসূচীসহ নানা কর্মসূচী গ্রহন করা হবে। জেলেদের সাথে প্রশাসনের কোনো শত্রুতা নেই। জেলেরা বাধ্যহয়ে সড়কে অবস্থান নিয়েছে। তাদের দাবী মেনে নিলে তারা কোনো দিন মহাসড়কে অবস্থান নিবেনা।এদিকে সড়কে ব্যারিকেটের কারণে রাস্তার উভয় পাশে^ চট্টগ্রামের অলংকার থেকে শুরু করে ভাটিয়ারী পর্যন্ত অন্তত ২০ কি.মি. পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাহবুবুল হক,চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি(দক্ষিণ)টুটুল,চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার)মোঃ জাহাঙ্গীর,সীতাকু-ের সার্কেল এডিশনাল এসপি শম্পা রাণী সাহা,ওসি(তদন্ত)মোঃ আফজাল হোসেন,ইউপি চেয়ারম্যান,মোঃ নাজিম উদ্দিন,মোঃ সালাউদ্দীন আজিজ,ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি.আই রফিক আহমেদ মজুমদার,সার্জেন্ট সাইফুলসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ফৌজদারহাট ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় সাংসদ আলহাজ¦ দিদারুল আলম তাদেরকে নিয়ে আজকের মধ্যেই চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে জেলেরা বেলা পৌনে ১২টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে পূজা উদযাপন পরিষদ ও সীতাকু- হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও জেলে প্রতিনিধিসহ সাংসদ দিদারুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের উদ্দেশ্যে তখনি রওনা দেন। এদিকে উত্তর চট্টলা উপকূলীয় জলদাশ কল্যাণ সমবায় ফেডারেশন সভাপতি লিটন জলদাস ও সহ-সভাপতি উপেন্দ্র জলদাশ ও সাধারণ সম্পাদক হরি জলদাস, সহ- সাধারণ দুলাল জলদাশ বলেন, ইলিশ মৌসুমে মা মাছ ধরা বন্ধে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হতো আগে। আর ইলিশের মৌসুম শেষ হয়ে যাওয়া পর্যন্ত ততদিন জেলেরা আয় উপার্জন করা শেষে সাগরে মাছ ধরা বন্ধ রাখতে পারতেন। তবে এবছর হটাৎ করে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু জুন-জুলাই-আগষ্ট এ তিন মাস মাছ ইলিশের ভরা মৌসুম। সারাবছর এদিনের অপেক্ষার থাকে জেলেরা। অন্যদিকে দাদনদার ও বিভিন্ন এনজিওদের ঋনে জর্জরিত হয়ে থাকা জেলেরা ইলিশের মৌসুমে মাছ ধরে ঋণ পরিশোধসহ ও বছরের বাকি সময়টা চলার জন্য সঞ্চয় করে রাখেন তারা। তবে জুন-জুলাই-আগষ্ট মাসেই জেলেরা সাগরে ইলিশ শিকারে নামেন। আর বছরের বাকি মাসগুলোতে সাগরে বার বার জাল ফেলেও কোনো মাছ পাওয়া যায়না। তারা সকাল থেকে গভীর সমুদ্রে নেমে সন্ধা বেলায় খালি হাতে ঘরে ফিরেন। তাই ভরা মৌসুমে মাছ ধরা বন্ধের এই সিদ্ধান্তে জেলেরা যে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন তাতে কোন সন্দেহই নেই। এ কারণে মাছ ধরা বন্ধের পরিবর্তে সরকার জেলেদের প্রতি পরিবারকে মাসে ৪০ কেজি করে চাউল পাঠালে তা জেলেরা গ্রহন করেন নি।উপরিউক্ত ৬৫ দিনের পরিবর্তে চৈত্র-বেশাখ মাসে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করলেও জেলেরা কিন্তু কর্তৃপক্ষ তাদের আবেদনে কোনো সাড়া না দেওয়ায় বর্তমানে এ কর্মসূচী পালন করা হয়। এদিকে এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, জেলেদের দাবীর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষে সাথে আমরা আলোচনা করার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। আমরাও জোর চেষ্টা করছি জেলেদের এ সমস্যা সমাধানের। এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম বলেন, জেলেরা সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে অবরোধ ও মানববন্ধন করে। পরে তা প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

 

XvKv-PÆMÖvg gnvmo‡Ki mxZvKz‡Ð

†R‡j‡`i †`o NÈv Ae‡iva

mxZvKzÐ(PÆMÖvg)Dc‡Rjv msev``vZv

mxZvKz‡Ð 65w`b mvM‡i gvQ aiv e‡Ü miKvix wb‡`©kbv cÖZ¨vnv‡ii `vex‡Z mxZvKzÐ Dc‡Rjvi †dŠR`vinvU¯’ GjvKvq XvKv-PÆMÖvg gnvmoK ‡`o N›Uv Ae‡iva K‡i‡Q ÿzä †R‡j m¤úª`vq| Gmgq Pig `~‡fv©‡M c‡ob ‡`‡ki wewfbœ †Rjv Dc‡Rjv †_‡K Avmv wkïmn mvaviY hvÎx| MZKvj  iweevi mKvj mv‡o 10Uv †_‡K cÖvq ‡cŠ‡b 12Uv ch©šÍ Ae‡ivaKv‡j mo‡Ki Dfq w`‡K cÖvq 20 wK.wg. ch©šÍ `xN© hvbR‡Ui m„wó nq| Lei †c‡q ¯’vbxq Ggwcmn cÖkvm‡bi DשZb Kg©KZ©viv `ªæZ mgm¨v mgvav‡b Avk¦vm w`‡j mvgwqK fv‡e Ae‡iva cÖZ¨vnvi  K‡ib †R‡jiv| Z‡e Zv‡`i `vex gvbv bv n‡j AvMvgx Kvj eyaevi †_‡K Avev‡iv Dc‡Rjv e¨vcx MY AYkb Ki‡eb e‡j ûwkqvix †`b †R‡j †bZviv| m~‡Î Rvbv hvq,mxZvKz‡Ði †dŠR`vinvU evsjvevRvi †cvU© Kv‡bKwUs mo‡K Dc‡Rjvi PÆMÖvg c‡Z½v †_‡K ïiæK‡i 1 bv¤^vi ˆmq`cyi ch©šÍ 38 wU †R‡j cvovi AmsL¨ †R‡j bvix-c~iæl GKwÎZ n‡q mvM‡i gvQ aiv e‡Ü miKvix wb‡`©kbvi cÖwZev‡` gvbeeÜb I gnvmoK Ae‡iva Kg©m~Px cvjb K‡i| Zv‡`i mv‡_ HK¨gZ †cvlY K‡ib wn›`y-‡eŠ×-Lªxôvb HK¨ cwil‡`i †Kw›`ªq mvaviY m¤úv`K cÖL¨vZ AvBbRxwe GW. ivbv `vk¸ß, PÆMÖvg †Rjv c~Rv D`hvcb cwil‡`i mvaviY m¤úv`K k¨vgj cvwjZ, mxZvKzÐ wn›`y-‡eŠ×-Lªxôvb HK¨ cwil‡`i mvaviY m¤úv`K mÄxe Kzgvi †`,gyw³‡hv×v gvwbK jvj eo–qv,msMV‡bi Øx‡ek P›`ª bv_ I mxZvKzÐ Dc‡Rjv c~Rv D`&hvcb cwil` †bZ…e„›`mn A‡b‡K| G‡Z GW. ivbv `vk¸ß e‡jb, ‡R‡j‡`i fiv †gŠmy‡g gvQ aivi e‡Üi G wm×v‡šÍ †R‡jiv Pig Avw_©K fv‡e e¨vcK ÿwZi wkKvi n‡”Qb| ZvB AvR‡Ki g‡a¨ G e¨vcv‡i h_vh_ KZ…©cÿ wm×všÍ wb‡Z n‡e| G mg‡qi g‡a¨ AvMvgx 11 Ryb eyaevi mKvj †_‡K MY Abkb Kg©m~Pxmn bvbv Kg©m~Px MÖnb Kiv n‡e| †R‡j‡`i mv‡_ cÖkvm‡bi †Kv‡bv kÎæZv †bB| ‡R‡jiv eva¨n‡q mo‡K Ae¯’vb wb‡q‡Q| Zv‡`i `vex †g‡b wb‡j Zviv †Kv‡bv w`b gnvmo‡K Ae¯’vb wb‡ebv|Gw`‡K mo‡K e¨vwi‡K‡Ui Kvi‡Y iv¯Ívi Dfq cv‡k^ PÆMÖv‡gi AjsKvi †_‡K ïiæ K‡i fvwUqvix ch©šÍ AšÍZ 20 wK.wg. ch©šÍ `xN© hvbR‡Ui m„wó nq| G NUbvi msev` †c‡q ¯’vbxq mvsm` AvjnvR¡ w``viæj Avjg,Dc‡Rjv fvBm †Pqvig¨vb AvjvDÏxb mv‡eix,Dc‡Rjv wbe©vnx Awdmvi wgëb ivq,mnKvix Kwgkbvi(f~wg)†gvt gvneyeyj nK,PÆMÖvg †Rjv cywj‡ki GwWkbvj Gmwc(`wÿY)UzUzj,PÆMÖvg †Rjv AwZwi³ cywjk mycvi (‡nW ‡KvqvU©vi)†gvt Rvnv½xi,mxZvKz‡Ði mv‡K©j GwWkbvj Gmwc k¤úv ivYx mvnv,Iwm(Z`šÍ)†gvt AvdRvj †nv‡mb,BDwc †Pqvig¨vb,†gvt bvwRg DwÏb,†gvt mvjvDÏxb AvwRR,Iwm (Bw›Uwj‡RÝ) mygb ewYK, †dŠR`vinvU cywjk duvwoi BbPvR© wU.AvB iwdK Avn‡g` gRyg`vi,mv‡R©›U mvBdzjmn AwZwi³ cywjk †dvm© †dŠR`vinvU NUbv¯’‡j Dcw¯’Z nb| ¯’vbxq mvsm` AvjnvR¦ w``viæj Avjg Zv‡`i‡K wb‡q AvR‡Ki g‡a¨B PÆMÖvg †Rjv cÖkvm‡Ki Kvh©vj‡q ˆeV‡Ki gva¨‡g mgm¨v mgvav‡bi Avk¦vm w`‡j †R‡jiv †ejv †cŠ‡b 12Uvi w`‡K moK †_‡K Ae‡iva cÖZ¨vnvi K‡i †bq| c‡i c~Rv D`hvcb cwil` I mxZvKzÐ wn›`y-‡eŠ×-Lªxôvb HK¨ cwil‡`i †bZ…e„›` I †R‡j cÖwZwbwamn mvsm` w``viæj Avjg I Dc‡Rjv wbe©vnx Awdmvi †Rjv cÖkvm‡Ki Kvh©vj‡q ‰eV‡Ki D‡Ï‡k¨ ZLwb iIbv †`b| Gw`‡K DËi PÆjv DcK~jxq Rj`vk Kj¨vY mgevq †dWv‡ikb mfvcwZ wjUb Rj`vm I mn-mfvcwZ D‡c›`ª Rj`vk I mvaviY m¤úv`K nwi Rj`vm, mn- mvaviY `yjvj Rj`vk e‡jb, Bwjk †gŠmy‡g gv gvQ aiv e‡Ü mvM‡i gvQ aiv wbwl× Kiv n‡Zv Av‡M| Avi Bwj‡ki †gŠmyg †kl n‡q hvIqv ch©šÍ ZZw`b †R‡jiv Avq DcvR©b Kiv †k‡l mvM‡i gvQ aiv eÜ ivL‡Z cvi‡Zb| Z‡e GeQi nUvr K‡i 20 †g †_‡K 23 RyjvB ch©šÍ mvM‡i gvQ aiv eÜ ivLvi wb‡`©k †`b| wKš‘ Ryb-RyjvB-AvMó G wZb gvm gvQ Bwj‡ki fiv †gŠmyg| mviveQi Gw`‡bi A‡cÿvi _v‡K †R‡jiv| Ab¨w`‡K `v`b`vi I wewfbœ GbwRI‡`i F‡b RR©wiZ n‡q _vKv †R‡jiv Bwj‡ki †gŠmy‡g gvQ a‡i FY cwi‡kvamn I eQ‡ii evwK mgqUv Pjvi Rb¨ mÂq K‡i iv‡Lb Zviv| Z‡e Ryb-RyjvB-AvMó gv‡mB †R‡jiv mvM‡i Bwjk wkKv‡i bv‡gb| Avi eQ‡ii evwK gvm¸‡jv‡Z mvM‡i evi evi Rvj †d‡jI †Kv‡bv gvQ cvIqv hvqbv| Zviv mKvj †_‡K Mfxi mgy‡`ª †b‡g mÜv †ejvq Lvwj nv‡Z N‡i wd‡ib| ZvB fiv †gŠmy‡g gvQ aiv e‡Üi GB wm×v‡šÍ †R‡jiv ‡h e¨vcK ÿwZMÖ¯’ n‡eb Zv‡Z †Kvb m‡›`nB †bB| G Kvi‡Y gvQ aiv e‡Üi cwie‡Z© miKvi †R‡j‡`i cÖwZ cwievi‡K gv‡m 40 †KwR K‡i PvDj cvVv‡j Zv †R‡jiv MÖnb K‡ib wb|DcwiD³ 65 w`‡bi cwie‡Z© ˆPÎ-‡ekvL gv‡m eÜ ivLvi wm×všÍ †bIqvi Aby‡iva Ki‡jI †R‡jiv wKš‘ KZ…©cÿ Zv‡`i Av‡e`‡b †Kv‡bv mvov bv †`Iqvq eZ©gv‡b G Kg©m~Px cvjb Kiv nq| Gw`‡K Ggwc AvjnvR¡ w``viæj Avjg e‡jb, †R‡j‡`i `vexi wel‡q h_vh_ KZ…©c‡ÿ mv‡_ Avgiv Av‡jvPbv Kivi Avk¦vm w`‡j Zviv Ae‡iva cÖZ¨vnvi K‡i †bq| AvgivI †Rvi †Póv KiwQ †R‡j‡`i G mgm¨v mgvav‡bi| G wel‡q †dŠR`vinvU cywjk duvwoi mv‡R©›U †gvt mvBdzj Bmjvg e‡jb, †R‡jiv mKvj mv‡o 10Uv †_‡K gnvmo‡K Ae‡iva I gvbeeÜb K‡i| c‡i Zv cÖZ¨vnvi Ki‡j gnvmo‡K hvb PjvPj ¯^vfvweK n‡q hvq|

ZvwiL 9-6-2019Bs

‡kL mvjvDwÏb,mxZvKzÐ (PÆMÖvg) Dc‡Rjv msev``vZv

01856460082,01819858038

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ