গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ইমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু সোহাগ (১৯) ও নাদিম (২০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৬ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের অনার্সের ছাত্র ছিলেন।
আহত সোহাগ জানিয়েছেন, তারা তিন বন্ধু যাত্রাবাড়ী শেখদী বটতলা এলাকায় থাকেন। মোটরসাইকেলে করে ওই এলাকা থেকে শহীদ মিনারে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তারা ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের মাথায় আইল্যান্ডের আঘাত লাগে। পরে তারা তিনজনকে দ্রুত উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
সোহাগ আরও জানান, ইমন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের ছাত্র। তবে তারা আহত দুইজন অন্য কলেজের ছাত্র।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।