Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে হরিণের গোস্তসহ আটক এক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১১:৫২ এএম

সুন্দরবন থেকে আট কেজি হরিণের গোস্তসহ বাদশা শিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ মে) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় বাদশার সহযোগী দুইজন পালিয়ে যায়।

বাদশা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি এলাকার আবুল হাশেম শিকদারের ছেলে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, একটি চোরা শিকারী গ্রুপ সুন্দরবন থেকে হরিণ শিকার করে ফিরছে। এমন সংবাদের ভিত্তিতে ভোলা নদী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে চ্যালেঞ্জ করে বনবিভাগ। এসময় দুইজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। বাদশার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে আট কেজি হরিণের মাংস পাওয়া যায়। পরে বাদশাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ