বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার ৬৬ লাখ টাকা মুল্যের সোনার গহনাসহ মাবিয়া আক্তার (৪০) নামে এক মহিলা চোরাকারবারী আটক হয়েছে। আটক মাবিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। খালিশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক কামরুল হাসান বৃহস্পতিবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জীবননগর উপজেলার ধোপাখালী এলাকার গয়েশপুর গ্রাম দিয়ে ভারতের প্রবেশের চেষ্টা করেন মাবিয়া আক্তার। এ সময় সীমান্ত পিলার ৬২/২ এস থেকে বাংলাদেশের এক কিলোমিটার আভ্যন্তরে বিজিবির টহলদলের সন্দেহ হলে মাবিয়াকে আটক করে তার দেহ তল্লাসী করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৪০.৫১ গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়। জব্দকৃত ২৪ ক্যরোটের এই সোনার বর্তমান বাজার মুল্য ৬৬ লাখ ৩৯ হাজার টাকা। বৃহস্পতিবার বিকালে উদ্ধারকৃত সোনা চুয়াডাঙ্গার ট্রেজারিতে জমা দিয়ে আটক মহিলাকে জীবননগর থানার সোপর্দ করা হয়। এদিকে পৃথক আরেক ই-মেইল বার্তায় ৫৮ বিজিবির পক্ষ থেকে বলা হয়, জীবননগরের নতুনপাড়া এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৮২ হাজার টাকা মুল্যের ৪৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।