বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানী বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিক্সা চালকেরা। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চার মাথা মোড়ে এ অবরোধ করা হয়। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বিভিন্ন পয়েন্টে নানাভাবে হাইওয়ে থানা পুলিশ সিএনজি চালকদের হয়রানি করছে। অনেক সময় মোটা টাকা দিয়ে তাদের গাড়ী ছাড়িয়ে নিতে হয়। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে নানা সংগঠনের নামেও চাঁদাবাজি চলছে। তারা অবিলম্বে সকল রুটে যানবাহনে চাঁদাবাজি ও পুলিশি হয়রানী বন্ধের দাবী জানান। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ^াসে অবরোধ তুলে নেয় তারা। শ্রমিকদের অভিযোগের বিষয়ে ২টা ৩৫মিনিটে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মিটিংএ ব্যস্ত আছি বলে ফোন কেটেদেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।