Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে দুই শিশু ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

শেরপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৫:০১ পিএম

শেরপুরের নকলায় পৃথক ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রী দুই শিশু ও ৯ম শ্রেণীর এক কিশোরীকে অপহরণ পূর্বক ধর্ষণের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে নকলা উপজেলার ভূর্দি নয়াপাড়া এলাকার প্রথম শ্রেণীর দুই শিক্ষার্থীকে লিচু দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার বখাটে শামীম মিয়া। পরে শিশু দুজনের বাবাদের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় ধর্ষককে আটক করেছে পুলিশ। শিশু দুটির পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ ঘটনার জন্য দায়ী শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

আজ দুপুরে শিশু দুটিকে শেরপুর জেলা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা শেষে আর এমও ডা: নাহিদ কামাল জানান, শিশুদের ডাক্তারী পরীক্ষার প্রাথমিক কাজ শেষ। আগামী এক সপ্তাহের মধ্যেই রিপোর্ট প্রদান করা হবে।

এদিকে নকলা উপজেলার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীকে অপহরন করে ধর্ষণের অভিযোগে বখাটে জাহাঙ্গীর আলমকে আটক করেছে নকলা থানা পুলিশ। পুলিশ ও মেয়ের পরিবার জানায়, গত ২৬ এপ্রিল ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধর্ষণ করে জাহাঙ্গীর। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, এ ব্যপারে অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই ঢাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।
উভয় ঘটনায় আটক দুই ভখাটেকে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ