Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর সাপাহারে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক ৩

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৪:৪২ পিএম

নওগাঁর সাপাহার উপজেলা সদরে জিরো পয়েন্ট এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা গামী যাত্রীবাহী নৈশ কোচ থেকে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ রাজনগর হাঙ্গামী গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে রাকিবুল হক (৩০) মইনুল হকের ছেলে কাজিম আলী (১৯) ও তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)। র‌্যাব সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ শিবজঞ্জ থেকে সাপাহার হয়ে মাদকের একটি চালান ঢাকা যাবে। সূত্র মোতাবেক রাত সাড়ে ৮ টার সময় সাপাহার জিরো পয়েন্ট ঢাকা বাস স্ট্যান্ডের যাত্রীবাহী ওই বাস ছাড়ার পূর্ব মহুর্তে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাসের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। রাতেই আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ