Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের শুকরিয়া আদায়

ফণিতে তেমন ক্ষতি হয়নি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

ঘূর্ণিঝড় ফণিতে বাংলাদেশের বড় ধরনের কোন ক্ষতি না হওয়ায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ শুকরিয়া আদায় করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হাজার হাজার আলেম, পীর-মাশায়েখের দেশ। এ দেশের প্রতি আল্লাহর খাস রহমতের নজর রয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে পার্শ্ববর্তী দেশ ভারতের উড়িষ্যাকে লণ্ডভণ্ড করে দিলেও আমাদের দেশের সীমানা অতিক্রম করতেই ফণির তীব্রতা কমে যায়। নেতৃবৃন্দ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, নিঃসন্দেহে এটি হক্কানী পীর মাশায়েখ ও আলেমগণের দোয়া ও রূহানী ফায়েজের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, ইতিমধ্যে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং সকল বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সকল সুযোগ সুবিধা প্রদান এবং স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি কর্মসূচি গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উক্ত কর্মসূচি পালনে কিছুটা সন্দিহান থাকলেও আবহাওয়া অনুক‚লে আসায় যথাসময়ে প্রত্যেক জেলার দায়িত্বশীলদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের জন্য নেতৃবৃন্দ অনুরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ