Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় পাঁচ পদক জিতল লাল-সবুজরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৮:২৭ পিএম | আপডেট : ১২:২১ এএম, ৫ মে, ২০১৯

ভারত জাতীয় কুস্তি দলের প্রধান কোচ ও দেশটির প্রথম আন্তর্জাতিক কুস্তি রেফারী সুধীর চন্দ্র সাহা’র জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ কুস্তি ফেডারেশন আয়োজন করে ‘বাংলা-বাংলাদেশ কুস্তি প্রতিযোগিতা’। দু’দিনব্যাপী প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হয়েছে শুক্রবার। পশ্চিমবঙ্গ কুস্তি ফেডারেশনের আমন্ত্রণে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটি স্বর্ণ এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৫টি জিতেছে বাংলাদেশ কুস্তি দল। কলকাতার পঞ্চনন ব্যায়ামাগার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে ৮৬ কেজিতে কামরুজ্জামান, ৭০ কেজিতে মেহেদী হাসান এবং ৫৯ কেজিতে আইরিন আক্তার নিপা স্বর্ণ পদক জয় করেন। লাল-সবুজদের হয়ে ৬২ কেজিতে রৌপ্য পান চিং শানু মারমা এবং ৬০ কেজিতে ব্রোঞ্জপদক জিতে নেন জয়ন্ত রায়। প্রতিযোগিতায় সাত সদস্যের বাংলাদেশ দলের কোচ ছিলেন মিজানুর রহমান এবং দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মেসবাহ উদ্দিন আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুস্তি

১২ ফেব্রুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১
১৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ