Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযানের ৩৬তম দিন ৩৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা শহরের চারদিকের নদীসমূহ দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে ধারাবাহিক তৃতীয় পর্বের ৩৬তম দিনের অভিযানে বালু নদীর উভয় তীরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)। গতকাল মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত থানার ইছাপুরা বাজার থেকে ফকিরখালী বাজার পর্যন্ত বালু নদীর উভয় তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডবিøউটিএ-এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানে একতলা ভবন ২টি, আধা-পাকা ৫টি, পাকা বাউন্ডারী ওয়াল ১৫টি, বৃহদাকার ওয়্যার হাউস ১টি, টিনের ঘর ১০টিসহ সর্বমোট ৩৩ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সেই সঙ্গে তীরভ‚মি অবমুক্ত করা হয়েছে ৩ একর জায়গা, পাশাপাশি নিলাম করা হয়েছে ৮০ লাখ ৪০ হাজার টাকা। প্রসঙ্গত, ঢাকা শহরের চারদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে এর আগের ৩০ কার্যদিবসের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে সর্বমোট ৩ হাজার ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)।
বিআইডবিøউটিএ সূত্রে জানা গেছে, এ সময়ের অভিযানের মধ্যে ১৫৯টি বহুতল ভবনসহ ৪৩৪টি পাকা, ৫২০টি আধা-পাকা, ২০২টি পাকা বাউন্ডারী ওয়াল ও অন্যান্য স্থাপনা মিলে সর্বমোট ৩ হাজার ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি তীরভ‚মি উদ্ধার করা হয়েছে ৮১ একর।
তীরভ‚মিতে অবৈধভাবে রক্ষিত কয়লা, পাথর, ইট ও ভরাটকৃত বালি- মাটি প্রকাশ্য নিলাম হয় ৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।
এ ছাড়া গত ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের অভিযানে মোট পাকা স্থাপনা ৩৪১ টি, আধা-পাকা ৪০৩টি, পাকা বাউন্ডারী ওয়াল ১৬৬, অন্যান্যসহ এক হাজার ৮০১টিসহ সর্বমোট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে দুই হাজার ৭১১টি স্থাপনা। এ ছাড়া সর্বমোট অবমুক্ত জায়গা ৫৮ একর, সর্বমোট ১ লাখ ৩৫ হাজার টাকা জানমানা করা হয়েছে।



 

Show all comments
  • ash ১ মে, ২০১৯, ১১:০৬ এএম says : 0
    BARI GOR VAGTESE OK, BUT KONO FECTORY VAGGA THIK NA !! MANUSH JOB HARABE ! ATO CHOWRA CHOTLA NODIR DORKAR KI ANY WAY??? BANGLADESH OVER POPULETED COUNTRY !! WORLD ER KONO DESH E AMON CHOWRA NODI NAI, TAR PORE O JODI AI SHOB NODI KE LOOK AFTER KORTE PARTO, EI SHOB NODI CHOTLA, SHUKNAR MOWSHUME ONEK JAYGAY MANUSH HETE JETE PARE ! KI LAV AI CHOTLA CHOWRA NORIR??? AMADR DORKAR GOVIR NODIR, JETA SHARA BOSOR PANI DORE RAKTE PARBE,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ