Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরহাদকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজে তাসকিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বকাপ দলে থাকা তিন পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান ভুগছেন চোট নিয়ে। এই দু’জন ধীরে ধীরে সেরে ওঠার খবরে থাকলেও নতুন করে চোটে পড়েছেন পেস ত্রয়ীর অপর সদস্য অলরাউন্ডার মোহাম্মদ সাউফউদ্দিন। তাদের ওপর চাপ কমাতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বাড়তি পেসার চেয়েছিলেন আয়ারল্যান্ড সিরিজের দলে। মূল পেসারদের সতেজ রাখতে প্রধান কোচ স্টিভ রোডসও জানান বাড়তি বোলার নেওয়ার জোর দাবি। আর তাতে কপাল খুলে যায় তাসকিন আহমেদ আর ফরহাদ রেজার। কোচদের চাওয়ায় আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে দুইজন পেসার বাড়িয়েছে বিসিবি।
লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ফিটনেস প্রমাণ করে দলে ফিরেছেন পেসার তাসকিন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানান, কোচদের চাওয়ায় ত্রিদেশীয় সিরিজে দুজন বাড়িয়ে বাংলাদেশ যাচ্ছে ১৯ ক্রিকেটার নিয়ে, ‘চোট সমস্যা এবং কোচের পরিকল্পনা থাকায় তাদের অনুরোধে তাসকিন ও রেজাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।’
২০১১ সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডেতে খেলেছিলেন রেজা। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন ২০১৪ সালে, দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেলে যাওয়ার পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ১৬.৩৯ গড়ে নিয়েছিলেন ৩৮ উইকেট। সেরা ৫/৪০। ব্যাটিংয়ে ১১ ইনিংসে ২৫.৮৭ গড়ে ২০৭ রান। কয়েকটি বিস্ফোরক ইনিংস খেলা ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার রান করেন ১৫২.২০ স্ট্রাইক রেটে।
এর আগে বোলিংয়ে সফল ছিলেন বিপিএলেও। রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৯.০৫ গড়ে নেন ১৭ উইকেট। সেরা ৪/৩২। সাবেক অধিনায়ক আকরাম মনে করেন, লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় রেজার সামনে অপেক্ষা করছে বাড়তি চ্যালেঞ্জ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর খেলা আসলে অনেক কঠিন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটি-দুটি ম্যাচ খেলার সুযোগ পেলে সে নিজেও বুঝতে পারবে এবং আমরাও বুঝতে পারবো ওর অবস্থানটা কোথায়।’
প্রায় ৮ বছর পর আবার লাল সবুজের চৌহদ্দিতে ফিরতে পেরে আপ্লুত ফরহাদ নিজেও। এই অলরাউন্ডার জানালেন নিজের সেরাটা দিয়ে আস্থার প্রতিদান দেয়ার, ‘খুব ভালো লাগছে। একজন প্লেয়ারের স্বপ্ন থাকে জাতীয় দলে ফেরার। অনেকেই বিশ্বাস করেছে যে আমার সুযোগ আসবে। তার মধ্যে দু’জন মানুষ সব সময় আমাকে মানসিকভাবে বুস্ট আপ করেছে যে ‘আপসেট হবে না, তুমি যে কোনো সময় দলে আসবে’। এর মধ্যে একজন আমার আম্মা, আর একজন... না, নামটি বলবো না।’
লম্বা এই সময়টিতে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছুই বদলেছে। প্লেয়ার্স, ড্রেসিংরুমের পরিবেশ, টিম কম্বিনেশন; আরো কত কী।
এমন বদলে যাওয়া একটি দলে এসে আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েই দলে জায়গা পাকা করতে চান ফরহাদ, ‘আমাদের প্রতিদিনই চ্যালেঞ্জ থাকে। আমি যেখানে খেলি সেখানে সবসময় চ্যালেঞ্জ থাকে। প্রতিদিনই পরীক্ষা দিতে হয়। যেভাবে করে আসছি ওভাবে যদি করতে পারি দেখা যাক কী হয়?’
নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাসকিন। বিপিএলে খেলার সময় চোট পাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরের জন্য ছিটকে যান তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করে দলে ফিরেছেন তরুণ এই পেসার। আকরাম জানান, নেটে তাসকিনের বোলিংয়ে সন্তুষ্ট পেস বোলিং কোচ ওয়ালশ, ‘আমাদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছে তাসিকন ভালো করছে। এখন গুরুত্বপূর্ণ হলো ম্যাচে ভালো করা। আয়ারল্যান্ডে হয়তো নিজেকে মেলে ধরতে ও দুয়েকটা সুযোগ পাবে।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে গতকাল বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে তাসকিন-রেজার সঙ্গে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। আকরাম জানান, দেশের মাটিতে এই ক্রিকেটাররা নিজেদের প্রস্তত রাখবেন।
আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ মে আবার প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা, ১৫ মে আইরিশরা। শীর্ষ দ্ইু দলকে নিয়ে ফাইনাল ১৭ মে। ত্রিদেশীয় দেশীয় টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে ডাবলিনে। শহরের দুই মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। মূলত ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলতে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, আবু জায়েদ চৌধুরী, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিন

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ