পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রবিবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধি দল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ওলামা মাশায়েখ সম্মেলনে অংশ গ্রহণ করেন। মহাসচিব অধ্যক্ষ শাববীর আহমদ মোমতাজী এর নেতৃত্বে ওলামা মাশায়েখ সম্মেলনের আহবায়ক মক্কাশরীফ থেকে আগত পীরে কামেল জুলফিকার আহমাদ, তুরস্ক থেকে আগত শায়েখ মুনির তুরিন ও ইয়েমেন থেকে আগত শায়েখ মুহাম্মদ ইব্রাহিম মাসফারেছের সাথে মতবিনিময় করেন। এছাড়াও সম্মেলনে বিভিন্ন দেশ থেকে উল্যেখযোগ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও শিক্ষাবিদগণঅংশ গ্রহণ করেছেন। জমিয়াত প্রতিনিধি দল বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন এবং বিকালে সম্মেলনের আশ পাশের দর্শনীয় জায়গা পরিদশন করেন। এ সময় দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক ওবায়দুর রহমান খান নদভী জমিয়তুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাসান মাসুদ, সহঃ মহাসচিব নুমান আহমাদ বিশ্বনাথী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে জমিয়াত নেতৃবন্দ গত শুক্রবার তুরস্ক থেকে ঢাকা হয়ে শনিবার সকালে মালয়েশিয়া এসে পৌছান। অপরদিকে জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ আঞ্জুমানে আলইসলাহ মালয়েশিয়া শাখার নেত্রীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি আবদুস সলাম শিবলী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম ও অর্থ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।