পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টঙ্গীর তুরাগ ও রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গুড়িয়ে দেয়া হয়েছে বহুতল ভবনসহ আরো শতাধিক অবৈধ স্থাপনা। গতকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ’র কর্মকতারা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলে দুপুর পর্যন্ত। অভিযানে দ্বিতল ভবন, একতলা ভবন, পাকা মার্কেট, কারখানাসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
টঙ্গী বাজার এলাকায় উচ্ছেদ চলাকালে দোকানদাররা জানান, স্থানীয় কতিপয় নেতা তাদের কাছ থেকে লাখ টাকা অগ্রিম নিয়ে দোকান ভাড়া দিয়েছে। দোকান ভাড়া দেয়ার সময় তারা মার্কেট নিজেদের বলে দাবি করে।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, অভিযানে টঙ্গী বাজার মসজিদ মার্কেটসহ একটি ৬ তলা, দুটি ৪ তলা, আধাপাকা মাছের বাজার ২৮ টি, টিনসেড দোকান ৭০ টিসহ বেশ কিছু দোকান ঘর উচ্ছেদ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী বাজার এলাকায় অবৈধ দখল এবং ব্যবসায়ীদের ময়লা আর্বজনা নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজারে জমে থাকা ময়লা আবর্জনা সরাসরি তুরাগ নদীতে ফেলা হচ্ছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অভিযানে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী এবং উপ-পরিচালক মো. শহিদুল্লাহর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। এ সময় বিআইডব্লিউটিএ এর জাহাজ অগ্রপথিক, একটি এক্সাভেটর (ভেকু), একটি টাগবোট, বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনঃনির্ধারণ করে সে অনুযায়ী এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথমধাপে গত সপ্তাহে তিনদিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।