Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যা তীরে আরো ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যার পশ্চিম তীরে চনপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছদ শুরু করেছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে নির্বাহি ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী ও উপ-পরিচালক মো. শহীদুল্লাহ’র তত্বাবধায়নে অভিযানটি পরিচালিত হয়। দুপুর দুইটা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী জানান, ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথম ধাপে তিন দিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে পুনরায় চনপাড়া থেকে অভিযান শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডাব্লিউটিএ’র যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুনঃজরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। সে আলোকে পুনরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে। নদীর সীমানার দেড়শ ফুট পর্যন্ত এলাকায় উচ্ছেদ চলবে। শীতলক্ষ্যার তারাব সুলতানা কামাল সেতু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে।
তিনি আরো জানান, শীতলক্ষ্যা নদীর ৫ হাজার ১১ টি আপত্তিকৃত সীমানা পিলার পুনঃস্থাপনে ইতিমধ্যে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। নতুন সীমানা পিলার ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট হবে। এছাড়া সরকার ঢাকার চারপাশের ২শ’ ১০ কিলোমিটার নদীপথ রক্ষায় ওয়াকওয়ে বনায়ন করছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে ২৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মিত হয়েছে। আরো ১৭ কিলোমিটার ওয়াকওয়ের নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে।
উচ্ছেদ অভিযানে বিআইডাব্লিউটিএ’র জাহাজ অগ্রপথিক, একটি টাগ বোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।


তুরাগ তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
টঙ্গীর তুরাগ নদের তীরে অব্যাহত উচ্ছেদ অভিযানের তৃতীয় ধাপের তৃতীয় দিনে চারতলা ভবনসহ ছোট-বড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বিআইডাব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, অভিযানের তৃতীয় ধাপের তৃতীয় দিনে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা এলাকা ও রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া মৌজা ও পরান টেক এবং উত্তরার সুইচ গেইট ও আব্দুল্লাহপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ