পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার আশুলিয়া ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চার্লিয়ে নদী তীর দখল করে গড়ে তোলা ১২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় দখল হওয়া ভূমি অবমুক্ত করাসহ উদ্ধারকৃত পণ্য সরঞ্জাম নিলাম করে ২৫ লাখ টাকা আয় করা হয়েছে। গতকাল নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তুরাগ তীরের ৯৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ঢাকা নদী বন্দরের আওতাধীন আশুলিয়ার ধউর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি চারতলা ভবন, তিনটি দোতলা ভবন, ১১টি একতলা ভবন, ১৫টি আধাপাকা ভবন, ২৭টি টিনশেড স্থাপনা, ৮টি বাউন্ডারি ওয়াল, ৩১টি টিনের ঘরসহ মোট ৯৬টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে তিনটি বালুর গদি অপসারণ এবং চার একর নদী তীরভূমি অবমুক্ত করা হয়েছে। এছাড়া দখল হওয়া জায়গায় রাখা অবৈধ স্থাপনা ২২ লাখ ৪৪ হাজার টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করে সংস্থাটি।
নারায়ণগঞ্জে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
এদিকে, গতকাল নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ১০টি পাকা ভবন, ১০টি সেমি পাকা ভবন, ১০টি ওয়াল এবং টিনসেডসহ মোট ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নদীর দখলকৃত দুই একর ভূমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ। এছাড়া দু’ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে সংস্থাটি থেকে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।