Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাভারে গ্যাস সিলিন্ডারের ভিতরে ৪৬ হাজার পিচ ইয়াবা, আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ৩:২৬ পিএম

ঢাকার সাভারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় রাখা ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করেছে এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি।

শুক্রবার দিাবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনীর স্ট্যান্ডের কাছ থেকে ট্রাক তল্লাশী করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- কুমিল্লা জেলার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের বাচ্চু মিয়ার ঝেলে ট্রাক চালক ঈসমাইল হোসেন (৩৮) ও কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ তারাবানিয়ার চড় গ্রামের এমদাদুল হাসানের ছেলে মাহমুদুল হক (৩৫)।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কক্সবাজার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিলিন্ডার বোতল ভর্তি ট্রাক রাতে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের রেডিওকলোনী এলাকায় আটক করা হয়।
এসময় ট্রাকটি তল্লাশী করে সিলিন্ডারের বোতলে অভিনব কায়দায় রাখা পাইপে থাকা প্রায় কোটি টাকা মুল্যের ৪৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালকসহ ২জনকে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ